প্রশ্ন: ফেসবুকে জানলাম যে ফরজ সালাতও সুন্নাহর অন্তর্ভুক্ত। কোন দিক থেকে ফরজ সালাত সুন্নাহ হয় তা বুঝে আসেনি। যেহেতু, আমি ছোটকাল থেকেই জেনে আসছি, ফরজ ও সুন্নাহ সালাত আলাদা। ফরজ আল্লাহর জন্য আর সুন্নাহ নবীজি (সা) এর জন্য। বিষয়টি বুঝিয়ে দিলে উপকৃত হব। উত্তর : উপমহাদেশের মুসলিমদের মধ্যে একটি বড় ধরনের ভুল ধারণার প্রচলন আছে। তা হলো, ফরজ সালাত আল্লাহর জন্য আর সুন্নাহ সালাত রাসূলুল্লাহ (সা) জন্য। এই জাতীয় কথা কেবল যে অজ্ঞতার কারণেই বলা হয়ে থাকে। তা হলো, ফরজের অতিরিক্ত সালাতগুলো আমাদের সমাজে সুন্নাহ হিসেবে প্রচলিত আছে। যা আসলে নফলের অন্তর্ভুক্ত। অথচ তারা যে ইবাদত গুলো নফল হিসেবে করে তা আল্লাহর জন্যই মনে করে। আর যা সুন্নাহ হিসেবে করে, তা রাসূলুল্লাহ (সা) জন্য মনে করে। (নাউজুবিল্লাহ!) সামান্য এই অজ্ঞতার কারণেই কেবল এমন শিরকি চিন্তা করে থাকে। সব মুসলিম জানে যে, আমাদের সকল ইবাদত বন্দেগী কেবল আল্লাহ রাব্বুল আলামীনের জন্য। কোন নবী রাসূল বা সৃষ্টি জগতের জন্য নয়। অতএব, সুন্নাহ হিসেবে আদায়কৃত নফল সালাতও কেবল আল্লাহর জন্য মনে করতে হবে। অন্যতায় তা হবে শিরক। আসুন জেনে নিই সুন্নাহ কি! " নবীজি (সা...