Posts

Showing posts from 2017

প্রশ্ন : মুহাম্মদ (সা) কি নূরের সৃষ্টি? যদি নূরের সৃষ্টি না হয়, তবে নিম্নের আয়াতে 'নূর' শব্দ দ্বারা কি বুঝানো হয়েছে? ﻗَﺪْ ﺟَﺎﺀَﻛُﻢْ ﻣِﻦَ ﺍﻟﻠَّﻪِ ﻧُﻮﺭٌ ﻭَﻛِﺘَﺎﺏٌ ﻣُﺒِﻴﻦ ‏( 5:15 ) তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর ও স্পষ্ট কিতাব এসেছে।

Image
প্রশ্ন : মুহাম্মদ (সা) কি নূরের সৃষ্টি? যদি নূরের সৃষ্টি না হয়, তবে নিম্নের আয়াতে 'নূর' শব্দ দ্বারা কি বুঝানো হয়েছে? ﻗَﺪْ ﺟَﺎﺀَﻛُﻢْ ﻣِﻦَ ﺍﻟﻠَّﻪِ ﻧُﻮﺭٌ ﻭَﻛِﺘَﺎﺏٌ ﻣُﺒِﻴﻦ ‏( 5:15 ) তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর ও স্পষ্ট কিতাব এসেছে। উত্তর : আপনার প্রশ্নের দুটি অংশ। প্রথম অংশে আপনি এককথায় মুহাম্মদ (সা) নূরের সৃষ্টি কিনা তা জানতে চেয়েছেন। দ্বিতীয় অংশে কুরআনের উপরোক্ত আয়াতের সঠিক ব্যখ্যা কি তা জানতে চেয়েছেন। প্রথম অংশের জবাব : না, মুহাম্মদ (সা) নূরের সৃষ্টি নয়। বরং তিনি মাটির সৃষ্ট একজন মানুষ এবং আদম সন্তান। আল্লাহ তায়ালা তাকে রিসালাতের দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন। অর্থাৎ রাসূলের মর্যাদা দিয়েছেন। কিন্তু তাতে তার সৃষ্টিগত বৈশিষ্ট্যের কোন পরিবর্তন হয়নি যেমনটি আদম (আ) নূহ (আ), ইব্রাহিম (আ), মূসা (আ), ঈসা (আ) প্রভৃতি নবী রাসূলের সৃষ্টিগত বৈশিষ্ট্যের কোন পরিবর্তন হয়নি। দ্বিতীয় অংশের জবাব : আপনি যে আয়াতটি দিয়েছেন সেটা কুরআনের কোন আয়াত (sentence) নয়, বরং কুরআনের একটি আয়াতের অংশ (clause)। কুরআনের সূরা মায়েদার ১৫ নং আয়াতের এই বিশেষ অংশ দিয়ে কিছু মুসলিম আপনাদের বিভ্রান্ত করতেছে। ম