Photo
![]() |
লজ্জাবতী ফুল (Mimosa flower) |
লজ্জাবতী গাছ আমাদের দেশে প্রায় সব জায়গায় পাওয়া যায়। বিশেষ করে পাহাড় পর্বতে এই গাছে দেখা যায়। কোন কিছু এই গাছের সংস্পর্শএ আসলে এই গাছের ডাল পালা পাতা সব গুটিয়ে যায়। যেমন কোন নারী লজ্জা ফেলে নিজেকে আড়াল করে নেয়। এই কারণে এর নাম লজ্জাবতী (Mimosa)। গাছ গুলো ছোট এবং পাতা গূলো তেতুল গাছের পাতার ন্যায়। ফুল গুলো ছোট। এইভাবে ছবিতে দেখতে খুব সুন্দর লাগে।
উল্লেখ্য ছবিটি টেকনাফ স্থলবন্দরের পাশে পাহাড় তুলা।
Comments
Post a Comment