Posts

Showing posts from January, 2021

যখন সবার কাছে ঘড়ি আছে তখন আযানের প্রয়োজন কি? জাকির নায়েক।

Image
 যখন সবার কাছে ঘড়ি আছে তখন আযানের প্রয়োজন কি? জাকির নায়েক। Tag: Zakir Naik,  Watch, Clock, Azan, Adhan, Bell,  ঘড়ি, ঘন্টা, আজান, আযান, জাকির নায়েক। ঘড়ি,  

পানি পানের নিয়ম: শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।

Image
পানি পানের নিয়ম: শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।  

প্রশ্ন: সালাতে আমরা তো রুকু একটি করি, কিন্তু সাজদা দুটি করতে হয় কেন?

Image
প্রশ্ন: সালাতে আমরা তো রুকু একটি করি, কিন্তু সাজদা দুটি করতে হয় কেন? Surah Ta-Ha, 20:55 জবাব: এ প্রসঙ্গেই আলি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমরা সালাতে একটি রুকু করার পর দুটি সাজদা করি কেন? এর হাকিকত কী? জবাবে আলি রা. বলেন: দেখো, আল্লাহ্‌ পাক কুরআনুল করিমে আমাদের সৃষ্টি, পুনরুত্থান ও মাটি সম্পর্কে বলেছেন:  مِنْهَا خَلَقْنَـٰكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ   "মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।" অর্থ: "আমরা তা (মাটি) থেকেই তোমাদের সৃষ্টি করেছি, তাতেই তোমাদর ফিরিয়ে নেবো এবং পরে দ্বিতীয়বার তা থেকেই তোমাদের বের করে আনবো।" "Thereof We created you, and into it we shall return you, and from it We shall bring you out once again" জমিনে আমাদের পয়লা সাজদার পর মাথা উঠিয়ে বসা দ্বারা আমরা সাক্ষ্য দেই: আমরা মাটি থেকেই সৃষ্ট হয়েছি। দ্বিতীয় সাজদা দ্বারা আমরা সাক্ষ্য দেই: আমরা আবার মাটিতেই ফিরে যাবো। দ্বিতীয় সাজদা থেকে আবার মাথা উঠানো দ্বারা আমরা সাক্ষ্য দেই: আমরা মাটি থেকেই পুনরুত্থিত হবো। সাল

ফতোয়াঃ মাইকে আযান দেওয়া সম্পর্কে । Fatwa- about loudspeaker use in Adhan

Image
Calling the Azan using a microphone প্রশ্নঃ মাইক্রোফোন ব্যবহার করে প্রার্থনা করার আহ্বান জানাতে ইসলাম কী বলে? এটি কখন শুরু হয়েছিল এবং এর পেছনের জ্ঞানটি কী? উত্তরঃ সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা; এবং তাঁর নিয়ামত ও শান্তি আমাদের নবী মুহাম্মদ এবং তাঁর সমস্ত পরিবার ও সাহাবাগণের উপর বর্ষিত হোক। লাউড স্পিকার কেবল এমন একটি মাধ্যম যা মুয়াজ্জিনের শব্দকে স্পষ্ট এবং সুন্দরভাবে বিপুল মানুষের কাছে পৌঁছে দেয়। প্রকৃতপক্ষে আজানের স্পষ্টতা এবং সৌন্দর্য উভয়ই শরিয়তে অত্যন্ত প্রস্তাবিত। "নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আবদুল্লাহ ইবনে যায়েদকে বিলালের কাছে যাওয়ার আদেশ দেন এবং তাকে (বিলাল) আরও ভাল উত্তম স্বরে আজান (দাওয়াত) দেওয়ার নির্দেশ দেন।" [আবু দাউদ] বিলাল (রাদিয়াল্লাহু আনহু) আজান দেওয়ার জন্য মসজিদের নিকটে থাকা একটি বাড়ির ছাদে দাঁড়াতেন। (আবু দাউদঃ 519) আযানের পিছনে উদ্দেশ্য বা জ্ঞান সুস্পষ্ট, অর্থাৎ তাওহীদের বাণী, ইসলামের প্রতীক প্রচার করা, ইসলামের বাণী প্রচার করা, মুসলমানদের নামাজের সময় সম্পর্কে অবহিত করা এবং তাদেরকে জামাতের নামাজের সময় উপস্থিত থাকার আহ্বান জানান