Posts

Showing posts from November, 2022

হাদিসের নামে রাসূল সাঃ এর শানে প্রচলিত কথা গুলোকে কুরআন দিয়ে যাচাই করুন।

Image
💚❤️ হাদিসের নামে রাসূল সাঃ শানে প্রচলিত কথা গুলোকে কুরআন দিয়ে যাচাই করুন। ❤️💚 আর যদি কুরআনের বিরুদ্ধে যায়, সাথে সাথেই তা পরিত্যাগ করুন। কেননা কুরআন হচ্ছে সত্য মিথ্যা যাচাইয়ের উত্তম মানদন্ড! شَہۡرُ رَمَضَانَ الَّذِیۡۤ اُنۡزِلَ فِیۡہِ الۡقُرۡاٰنُ ہُدًی لِّلنَّاسِ وَ بَیِّنٰتٍ مِّنَ الۡہُدٰی وَ الۡفُرۡقَانِ ۚ রমযান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। (Al-Quran: 2/185) হাদিসের ব্যাপারটা হলো, কেউ সহীহ্ বলছে আবার কেউ জয়িফ বলছে। অথবা কেউবা নিজের বক্তব্যকে হাদিসের নামে চালিয়ে দিচ্ছে। ধরুন, এইরকম হাদিস প্রতিদিন সামনে আসতেছে। তাহলে আপনার জন্য এখন কি করা সহজ? 👉 আপনি কি অন্ধভাবে মেনে নিবেন? 👉 আপনি কি প্রতিদিন রেফারেন্স খুঁজবেন? 👉 আপনি কি হাদিস সহীহ্ কিনা যাচাই করবেন? 👉 আপনি কি কোন কোন মুহাদ্দিস সহীহ বলেছেন সেটা জানার চেষ্টা করবেন? 👉 আপনি কি সব মুহাদ্দিসের বক্তব্য জানতে পারবেন? 👉 প্রতিদিন কি আপনি এইরকম হাদিস চেক করবেন? 👉 এইসব কি আপনার দ্বারা সহজ ও সম্ভব? না এইসব আপনার আমার কারও দ্বারা সম্ভব না। আপনা

কওমী ও চরমোনাই ভাইদের সাথে আহলে হাদিসের দূরত্ব বেশী নয়!

Image
কওমী ও চরমোনাই ভাইদের সাথে আহলে হাদিসের দূরত্ব বেশী নয়। তবুও চরমোনাই ভাইয়েরা তাদের ওয়াজ মাহফিলে ডাঃ জাকির নায়েকের বিরুদ্ধে অপপ্রচার চালায়। তাদের প্রথম অভিযোগ, ডাঃ জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের দালাল। কারণ তিনি কোর্ট ও টাই পড়েন। আসুন তাদের অভিযোগ কতটুকু গ্রহণযোগ্য? প্রথমে বলে রাখি, কোর্ট ও টাই ইহুদি খ্রিস্টানদের কোন ধর্মীয় প্রতিক জাতীয় কিছুই নয় বরং এগুলো তাদের দেশের (ইউরোপ আমেরিকা) সাংস্কৃতিক পোশাক। যেমন, ধুতি, লুঙ্গি, পাঞ্জাবি এইগুলা আমাদের উপমহাদেশের সাংস্কৃতিক পোশাক। এগুলো হিন্দু, বৌদ্ধ কিংবা মুসলমানদের ধর্মীয় পোশাক নয়। তাছাড়া, ইসলাম ধর্মে নির্দিষ্ট কোন ধর্মীয় পোশাক নেই যা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানে পরিধান করা হয়। বরং ইসলাম ধর্মে পোশাকের জায়েজ বা সুন্নত হওয়ার ছয়টি শর্ত আছে। শর্তগুলো হচ্ছে, ১/ পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের জন্য পায়ের তালু, হাতের কব্জিতে ও মুখমন্ডল ব্যতীত পুরো শরীর ঢাকে এমন পোশাক। ২/ পোশাক এমন আঁটু সাটূ বা টাইট পিট হতে পারবেনা, যাতে শরীরের গঠন বুঝা যায়। ৩/ পোশাক এমন স্বচ্ছ হতে পারবেনা, যা দ্বারা শরীরের ভিতরের অংশ দেখা যায়। ৪/ পুরুষের পোশাক অবশ্যই