Posts

Showing posts from May, 2021

নাম রাখা বা ডাকার সময় আল্লাহর গুনবাচক নাম ব্যবহারে সাবধানতা!

Image
প্রশ্ন : আমার নাম আব্দুর রহমান। এলাকার সবাই আমাকে রহমান বলেই ডাকে। এভাবে (রহমান) নাম রাখা বা ডাকা কতটুকু সঠিক ? উত্তর: আল্লাহর নাম বা গুনবাচক দিয়ে   মুসলিমের নাম যখন রাখা হয় , তখন সামনে "আব্দ" (বাংলা- দাস এবং English- Slave)  শব্দটি যুক্ত করতে হয়। ' আব্দ ' শব্দটি যদি যুক্ত না করে তবে সে নামটি সঠিক নয়। কেননা মানুষ কখনো স্রষ্টা বা তার সমতুল্য হতে পারেনা। বরং মানুষ   স্রষ্টার দাস। তার পরিচয় শুধুই দাস। এখানেই তার সম্মান ও মর্যাদা। এর বাইরে আর কিছুই নয়। অতএব , নাম রাখা বা ডাকার সময় বিষয়টি খেয়াল রাখতে হবে। নয়লে মুসলিম হিসেবে ভালোবেসে   আল্লাহর নামের সাথে মিল রেখে যে নাম রাখি। তাতে গুনাহ হবে।   যদি কেউ এটা জানার পরেও ' আব্দ ' শব্দটি বাদ দিয়ে নাম রাখে বা ডাকে তবে সে যেন তাতে শিরকের গুনাহের মতো গুনাহে লিপ্ত হওয়ার ভয় রাখে।  Name or Isma প্রিয় ভাই , আপনার নাম রাখার ধরনটি   (আব্দুর রহমান) ইসলাম সম্মত। তবে অন্যদের   ডাকার ধরনটি ইসলাম বিরোধী। আশা রাখি আপনি বুঝেছেন। যারা আপনাকে   ' রহমান ' বলে ডাকে তাদের বলে দিন , " রহমান" হচ্ছেন আল্লাহ আর আপনি রহ