Posts

Showing posts from November, 2015

যেভাবে কুরআনের অপব্যাখ্যা হয়ে থাকে :

আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কুরআনের অপব্যাখ্যা হওয়ার ক্ষেত্রে যা হয় তা নিন্মে পয়েন্ট আকারে উল্লেখ করলাম, ১। কুরআনের আয়াতের প্রসংঙ্গ ছাড়া উদ্বৃতি দেয়া। ২। কুরআনের সুস্পষ্ট আয়াতের বিপরীতে অস্পষ্ট আয়াত গুলোকে প্রধান্য দেয়া। ৩। কুরআনের পুরো আয়াতের কোনো নির্দিষ্ট অংশকে দলিল হিসেবে গ্রহণ করে পুরো আয়াতের সামগ্রিক অর্থকে বাদ দেয়া। অথবা কয়েকটি আয়াতের সামগ্রিক অর্থকে বাদদিয়ে নির্দিষ্ট একটি আয়াতকে দলিল হিসাবে গ্রহণ করা। ৪। সাহাবি, তাবেঈ ও তাবে-তাবেঈগণ কুরআনের অস্পষ্ট আয়াতের যে ব্যাখ্যা করেছেন তার বিপরীত ব্যখ্যা করা। উপরোক্ত চারটি পয়েন্ট গুলো কুরআনের অপব্যাখ্যা হওয়ার জন্য যতেষ্ট ভুমিকা রাখে।

Alquran,Surah al Baqarah,Ayat 2/21

Image

What is Quran?

The Qur'an ("Qor-Ann") is a Message from Allah (swt) to humanity. It was transmitted to us in a chain starting from the Almighty Himself (swt) to the angel Gabriel to the Prophet Muhammad (saw). This message was given to the Prophet (saw) in pieces over a period spanning approximately 23 years (610 CE to 632 CE). The Prophet (saw) was 40 years old when the Qur'an began to be revealed to him, and he was 63 when the revelation was completed. The language of the original message was Arabic, but it has been translated into many other languages. The Qur'an is one of the two sources which form the basis of Islam. The second source is the Sunnah of the Prophet (saw). What makes the Qur'an different from the Sunnah is primarily its form. Unlike the Sunnah, the Qur'an is literally the Word of Allah (swt), whereas the Sunnah was inspired by Allah but the wording and actions are the Prophet's (saw). The Qur'an has not bee

ছাত্রদের জন্য সহজে অনলাইনে টাকা ইনকাম করার ৪টি উপায

আসসালামু আলাইকুম । কেমন আছেন বন্ধুরা ? আজ আবার আপনাদের সামনে হাজির হলাম অনলাইনে টাকা ইনকামের সহজ ৭ উপায় নিয়ে । ছাত্ররা পড়াশুনার পাশাপাশি অনলাইনে টাকা ইনকাম করতে চাইলে নিচের পদ্ধতিগুলো প্রয়োগ করে দেখতে পারেন । আশা করি পোস্টটি আপনাদের ভাল লাগবে । প্রতিযোগিতার এই পৃথিবীতে আমরা সময় নষ্ট করা বন্ধ করে দিয়েছি । সবাই প্রতিটি সেকেন্ডকে কাজে লাগাতে চেষ্টা করে থাকি । আমি দুঃখ অনুভব করছি তাদের জন্য যারা ঘন্টার পর ঘন্টা ফেইসবুক অথবা অন্যান্য সামাজিক যোগাযোগ সাইটগুলো নিয়ে সময় নষ্ট করে থাকে । কারণ দিনের শেষে সামান্য আনন্দ বা বেদনা ছাড়া এসব সাইট থেকে আপনি কিছুই পাবেন না । এখন আমি আপনাদেরকে ইন্টারনেটের সৃষ্টিশীল প্রকৃতি নিয়ে আলোচনা করব । ইন্টারনেট আপনার সময় কাটানোর বিষয়ের পাশাপাশি আপনার ইন্টারনেট প্যাকেজ নেয়ার টাকাটা এখান থেকেই ইনকাম করতে পারেন । আর এসব বিষয় নিয়েই আমার আজকের আলোচনা । এবার মূল কথায় আশা যাক । (1)আর্টিকেল লিখে টাকা আয় : ফ্রিল্যান্সিং সাইটগুলোতে আর্টিকেল লিখে টাকা আয় করতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে । বিড করতে হবে এবং বিড করে কাজ পেলে তবে আপনি

সাফল্যের ফর্মুলাঃ

০১। সময়ের কাজ যথাসময়ে করবে। ০২। বিলম্বে উপস্থিত হবে না। ০৩। জীবন যাপন করো সরল ও সাধারন। ০৪। আচরন করো সহজ। ০৫। আশা করো সামান্য। ০৬। কাজ করো অধিক। ০৭। সিদ্ধান্ত নাও ভেবে-চিন্তে সঠিক সিদ্ধান্ত। ০৮। আবেগ নয়, বিবেক কাজে লাগাও। ০৯। মুখে হাসি যেন লেগেই থাকে। ১০। নেগেটিভ নেভার, সব সময় পজেটিভ চিন্তা করো, ১১। পজেটিভ কাজটি করো। ১২। তর্কে যেওনা কখনো, তর্কে বহু দূর। ১৩। যুক্তি দেখাবে না, পরামর্শ দেবে। ১৪। মনে কষ্ট দিওনা, মন জয় করো। ১৩। নিরাশ হবেনা, সব সময় আশাবাদী থাকবে। = = এভাবে করলেই তুমি জিতবে। = = সুন্দর করে ভাবো, সুখে থাকো। ------------------------------ -------- আবদুস শহীদ নাসিম ৩০/১০/২০১৫