Posts

Showing posts from July, 2020

উম্মি নবী / Nabi al-Ummi / النَّبِیَّ الۡاُمِّیَّ

Image
উম্মি নবী (Nabi al-Ummi /  النَّبِیَّ الۡاُمِّیَّ) উম্মি নবী / Nabi al-Ummi /  النَّبِیَّ الۡاُمِّیَّ নিরক্ষর (Arabic- الۡاُمِّیِّ , English- Illiterate )। বাংলা ভাষায় এর সমার্থক শব্দ 'মূর্খ' (Arabic-  جاهل , English-Stupid) নিরক্ষর ও মূর্খ শব্দ দুটি অর্থের দিকে একই বা সমার্থক হলেও ব্যবহাররে দিকে সব ভাষায় সম্পূর্ণ ভিন্ন। ' নিরক্ষর ' শব্দটি ব্যবহার হয় সম্মানের সাথে কারও বাস্তব সত্য নেতিবাচক এই গুণ প্রকাশ করতে, যে সে লিখতে ও পড়তে জানেনা। অন্যদিকে 'মূর্খ' শব্দটি ব্যবহার হয় তিরোস্কার অর্থে কিংবা কাউকে গালি দেওয়ার সময়। ' Ummi ' an online dictionary কোরানেও এর ব্যবহার আলাদা ভাবে উল্লেখ আছে। যেমন, আমাদের নবীজি (সাঃ) লিখতে বা পড়তে জানতেন না। তাই যখন তার নিরক্ষরতার এই নেতিবাচক বিশেষণ তুলে ধরেছেন তখন উম্মি বা নিরক্ষর শব্দ ব্যবহার করেছেন। Translated Araf-157 اَلَّذِیۡنَ یَتَّبِعُوۡنَ الرَّسُوۡلَ النَّبِیَّ الۡاُمِّیَّ الَّذِیۡ یَجِدُوۡنَہٗ مَکۡتُوۡبًا عِنۡدَہُمۡ فِی التَّوۡرٰىۃِ وَ الۡاِنۡجِیۡلِ ........ যারা অনুসরণ করে রা

আমরা তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি।

Image
এই আয়াত যখন আমরা সালাতে পড়ি, তখন আমরা দুটি বিষয়ে আল্লাহর নিকট উপস্থাপন করি। 1/ হে আল্লাহ্! আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি। 2/ হে আল্লাহ্! আমরা শুধুমাত্র তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। এই দুটি বিষয়ে আমরা মুসলিমরা কখনো আর কাউকে শরীক করিনা। যদিও কিছু মুসলিম ভাই বোন দ্বিতীয়টির ক্ষেত্রে বিভিন্ন পীর, মাজার ইত্যাদির স্বরণাপন্ন হয়। তাদের এই কথা বুঝতে কষ্ট হয় যে, ইবাদতের ক্ষেত্রে যেমন একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করি। ঠিক তেমনি, সাহায্য প্রার্থনা করার ক্ষেত্রেও একনিষ্ঠ ভাবে আল্লাহর নিকট করতে হবে। এখানে কোন যুক্তি তর্ক আদৌ গ্রহণযোগ্য নয়। আশা করি, সচেতন মুসলিম ভাই ও বোনেরা সংক্ষিপ্ত এই আলোচনা থেকে কিছু শিক্ষা অর্জন করেছেন। আবুবকর সিদ্দিক।

Bismillah بِسۡمِ اللّٰہِ png Photos Gallery

Image
Bismillah png Photos Gallery Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismillah بِسۡمِ اللّٰہِ Bismilla