Posts

Showing posts from November, 2019

মুহাম্মদ (সা:) মৃত্যু সম্পরকে কোরান কি বলে?

Image
প্রসঙ্গ : মুহাম্মদ (সা:) এর মৃত্যু সম্পর্কে আল্লাহ যা বলেছিল: আল্লাহ রাব্বুল আলামিন বলেন," كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে " (সুরা আল ইমরান, ৩:১৮৫। সুরা আম্বিয়া ৩৫। সুরা আনকাবুত, ২৯ :৫৭) وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নয় তার পূর্বেও বহু রাসূল গত হইয়াছে সুতরাং সে যদি মারা যায় বা নিহিত হয় তবে কি তোমরা পৃষ্ঠপদার্পন করবে? .....  (সুরা আল ইমরান ৩:১৪৪)। Surah Az Zumar, 39:30 إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ (হে নবী) "মৃত্যু তোমারও ভাগ্য তাদেরও ভাগ্য" (সূরা যুমার, ৩৯:৩০) মুহাম্মদের পূর্বেও আল্লাহ কাউকে বাচিয়ে রাখেনি। সুতারাং তারও মৃত্যু হবে। সাথে যারা তার মৃত্যুতে খুশি তারাও কি বেঁচে থাকবে? আল্লাহ বলেন, وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّن قَبْلِكَ الْخُلْدَ أَفَإِن مِّتَّ

ঈদে মিলাদুন্নবী বনাম সূরা ইউনুসের ৫৮ নং আয়াত।

Image
প্রশ্নঃ আপনি বলছেন নবীজি (সা) এর আগমন বা জন্ম উপলক্ষে ঈদ উদযাপন করা বিদাত। অথচ কুরআনের সূরা ইউনুসের ৫৮ নং আয়াতে তার দেয়া 'ফজল ও রহমতের জন্য আনন্দ উদযাপন করতে উৎসাহিত করেছে। দয়া করে এর জবাব দিন? ' উত্তরঃ ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। আমিও চাই এই আয়াতটির সঠিক তাৎপর্য আপনাদের নিকট তুলে ধরতে এবং এই আয়াত নিয়ে আপনাদের যে ভুল ধারণা আছে তা ভেঙে দিতে। আসুন সার কথায় যায়। আপনার উল্লেখিত আয়াতটি হচ্ছে, قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْيَـفْرَحُوْا   ؕ  هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ "বলুন, আল্লাহর এই অনুগ্রহ ও রহমতের প্রতি সকলেরই আনন্দিত হওয়া উচিত ; তা এটা হতে বহুগুণে উত্তম যা তারা সঞ্চয় করেছে। (alquran, 10:58) যারা এই আয়াত দ্বারা ঈদে মিলাদুন্নবী জায়েজ প্রমাণের চেষ্টা করেন তাদের বিশ্বাস হচ্ছে এই আয়াতে 'রহমত' দ্বারা মুহাম্মদ (সা) কে বুঝানো হয়েছে। কারণ সূরা আম্বিয়ার ১০৭ নং আয়াতে মুহাম্মদ (সা) কে আল্লাহর পক্ষ থেকে 'রহমত ' বলা হয়েছে তাই এখানেও 'রহমত' বলতে মুহাম্মদ (সা)কে বুঝানো হয়েছে এবং তার জন্মে এখানে খুশি

সৎ কর্মের উসিলা দিয়েও দোয়া করা যায়।

Image
আল্লাহর কাছে দোয়া করতে হবে ""নিজের কর্মের"" উসিলায়!!  গাছের উমিলায় নয়, মাজারের উসিলায় নয়, পীরের উসিলায় নয়। وعن أبي عبد الرحمن عبد الله بن عمر بن الخطاب، رضي الله عنهما قال‏:‏ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول‏:‏ ‏"‏ انطلق ثلاثة نفر ممن كان قبلكم حتى آواهم المبيت إلى غار فدخلوه، فانحدرت صخرة من الجبل فسدت عليهم الغار، فقالوا‏:‏ إنه لا ينجيكم من هذه الصخرة إلا أن تدعوا الله بصالح أعمالكم‏.‏ قال رجل منهم‏:‏ اللهم كان لي أبوان شيخان كبيران، وكنت لا أغبق قبلهما أهلاً ولا مالاً‏.‏ فنأى بى طلب الشجر يوماً فلم أرح عليهما حتى ناما فحلبت لهما غبوقهما فوجدتهما نائمين فكرهت أن أوقظهما وأن أغبق قبلهما أهلاً أو مالاً، فلبثت- والقدح على يدى- أنتظر استيقاظهما حتى برق الفجر والصبية يتضاغون عند قدمى- فاستيقظا فشربا غبوقهما‏.‏ اللهم إن كنت فعلت ذلك ابتغاء وجهك ففرج عنا ما نحن فيه من هذه الصخرة، فانفرجت شيئاً لا يستطيعون الخروج منه‏.‏ قال الآخر‏:‏ اللهم إنه كانت لي ابنة عم كانت أحب الناس إلىّ ‏"‏ وفى رواية‏:‏ ‏"‏كنت أحبها كأشد ما يحب الرجال النساء، فأردته