Posts

Showing posts from July, 2024

প্রশ্ন: ফরজ সালাতের পর ইমামের সাথে সম্মিলিত মুনাজাত করা কি বিদা'আত?

প্রশ্ন: ফরজ সালাতের পর ইমামের সাথে সম্মিলিত মুনাজাত করা কি বিদা'আত? উত্তর : মুনাজাত দোয়া করার একটি বিশেষ পদ্ধতি। যেমন রুকু করা, সিসদাহ করা সালাত আদায়ের পদ্ধতি। দুহাত তুলে ভিক্ষুকের মতো করে মহান রবের কাছে দোয়া করা, নিজের আকুতি মিনতি পেশ করার নিয়মকে মুনাজাত বলে। এই মুনাজাত বিশ্বের সকল মুসলিম করে থাকে। নবীজি (সা:)ও এই ভাবে মুনাজাত করেছিল। কিন্তু প্রশ্ন হলো, ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত বিদা'আত কিনা, যা আমাদের উপমহাদেশের কিছু কিছু মুসলমানদের মধ্যে প্রচলিত আছে। আসলে নবীজি (সা:) ফরজ সালাতের পর মুনাজাত করেছিল এমন কোন তথ্য প্রমান পাওয়া যায়না। নবীজি (সা:) ফরজ সালাতের পর কিছু মাসনূন দোয়া ও তাসবিহ পড়তেন। যা হাদিসে উল্লেখ আছে। কিন্তু তা বাদ দিয়ে সম্মিলিত ভাবে মুনাজাত করা কোন অবস্থাতে ঠিক হতে পারেনা। বরং এটা বিদা'আত। আরব দেশ গুলোতে ফরজ সালাতের পর ইমামের সাথে সম্মিলিত মুনাজাত আদৌ প্রচলিত নেই। যারা আরব দেশে গেছে তারা এটা ভালই জানে। তাছাডা মসজিদে তখনো অনেক মুসাল্লি সালাত (নামাজ) আদায়রত অবস্থায় থাকে। এই অবস্থায় সম্মিলিত মুনাজাত তাদের সালাতের ডিস্টাবের কারণও হতে পারে। তাই সবচ