ইবাদতে মাইকের ব্যবহার নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসন (শেষ পর্ব)
ইবাদতে মাইকের ব্যবহার হারাম মনে করার কারণ.... "কিছু দলিল এবং তাত্বিক বিশ্লেষণ" এ কথা সকল মুসলমান অবগত যে, মুসলমানগণ ইতি মধ্যে অনেক দলে ভিবক্ত হয়ে গেছে। আর প্রত্যেক দলই নিজেদের কুরআন সুন্নাহর অনুসারী বলে দাবি করে, কারণ প্রত্যেক দল নিজেদের মতের পক্ষে কুরআন হাদিসের দলিল দেখায়, তাই বলে প্রত্যেক দলই সঠিক পথে আছে এমনটা কেউ বিশ্বাস করেনা। আজ যারা ইবাদতে মাইকের ব্যবহার শিরিখ হারাম বলে ফতোয়া দিচ্ছে তারা ও যে সঠিক পথে আছে এমনটা বিশ্বাস করা কঠিন। যদিও এরা নিজেদের মতের পক্ষে দলিল উপস্থাপন করে। এখন আমি দলিল গুলো বিশ্লেষণ করার চেষ্টা করব ইন্সাআল্লাহ। এই বিশ্লেষণের পিছনের কারণ এই যে, যে মাইক রাসূল (সা) এর যামানাই ছিলনা, যা হারাম হালালের সুস্পষ্ট কোনো দলিলও পাওয়া যায়না তা কিভাবে শুধু হারাম হয়? এই প্রশ্নের উত্তর খুঁজার জন্য আমি ইবাদতে মাইকের ব্যবহার হারাম বলে ফতোয়া দেয়া 'ফাতহুল মুবীন' নামক বইটি অধ্যায়ন করি। অধ্যায়নের পর যেটা জানলাম, তাতে বুঝতে পারলাম কত সহজে হালাল কে হারাম বানানো যায়, কত সহজেই মুসলমানদের কাফের বলা যায়। এক কথায় বইটি খুবই বিভ্রান্তিকর, যাতে কুরআন সুন্নাহর অপব্যা...