প্রশ্ন : মুহাম্মদ (সা) কি নূরের সৃষ্টি? যদি নূরের সৃষ্টি না হয়, তবে নিম্নের আয়াতে 'নূর' শব্দ দ্বারা কি বুঝানো হয়েছে? ﻗَﺪْ ﺟَﺎﺀَﻛُﻢْ ﻣِﻦَ ﺍﻟﻠَّﻪِ ﻧُﻮﺭٌ ﻭَﻛِﺘَﺎﺏٌ ﻣُﺒِﻴﻦ ( 5:15 ) তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর ও স্পষ্ট কিতাব এসেছে।
প্রশ্ন : মুহাম্মদ (সা) কি নূরের সৃষ্টি? যদি নূরের সৃষ্টি না হয়, তবে নিম্নের আয়াতে 'নূর' শব্দ দ্বারা কি বুঝানো হয়েছে?
ﻗَﺪْ ﺟَﺎﺀَﻛُﻢْ ﻣِﻦَ ﺍﻟﻠَّﻪِ ﻧُﻮﺭٌ ﻭَﻛِﺘَﺎﺏٌ ﻣُﺒِﻴﻦ ( 5:15 )
তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর ও স্পষ্ট কিতাব এসেছে।
উত্তর : আপনার প্রশ্নের দুটি অংশ। প্রথম অংশে আপনি এককথায় মুহাম্মদ (সা) নূরের সৃষ্টি কিনা তা জানতে চেয়েছেন। দ্বিতীয় অংশে কুরআনের উপরোক্ত আয়াতের সঠিক ব্যখ্যা কি তা জানতে চেয়েছেন।
প্রথম অংশের জবাব : না, মুহাম্মদ (সা) নূরের সৃষ্টি নয়। বরং তিনি মাটির সৃষ্ট একজন মানুষ এবং আদম সন্তান। আল্লাহ তায়ালা তাকে রিসালাতের দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন। অর্থাৎ রাসূলের
মর্যাদা দিয়েছেন। কিন্তু তাতে তার সৃষ্টিগত বৈশিষ্ট্যের কোন পরিবর্তন হয়নি যেমনটি আদম (আ) নূহ (আ), ইব্রাহিম (আ), মূসা (আ), ঈসা (আ) প্রভৃতি নবী রাসূলের সৃষ্টিগত বৈশিষ্ট্যের কোন পরিবর্তন হয়নি।
দ্বিতীয় অংশের জবাব : আপনি যে আয়াতটি দিয়েছেন সেটা কুরআনের কোন আয়াত (sentence) নয়, বরং কুরআনের একটি আয়াতের অংশ (clause)।
কুরআনের সূরা মায়েদার ১৫ নং আয়াতের এই বিশেষ অংশ দিয়ে কিছু মুসলিম আপনাদের বিভ্রান্ত করতেছে। মূলত তারা আপনাদের নিকট পুরো আয়াত উল্লেখ করেনা, উল্লেখ করেনা এর পরের আয়াতটিও। যদি তারা উল্লেখ করত কিংবা
আপনারাও নিজে থেকে যাচাই করতেন, তবে আপনারা তাদের দ্বারা বিভ্রান্ত হতেননা।
নিম্নে কুরআনের উপরোক্ত অংশের পুরো আয়াত ও তার পরের আয়াতটি সহ আলোচনা করতেছি।
ﻳَﺎ ﺃَﻫْﻞَ ﺍﻟْﻜِﺘَﺎﺏِ ﻗَﺪْ ﺟَﺎﺀَﻛُﻢْ ﺭَﺳُﻮﻟُﻨَﺎ ﻳُﺒَﻴِّﻦُ ﻟَﻜُﻢْ ﻛَﺜِﻴﺮًﺍ ﻣِﻤَّﺎ ﻛُﻨْﺘُﻢْ ﺗُﺨْﻔُﻮﻥَ
ﻣِﻦَ ﺍﻟْﻜِﺘَﺎﺏِ ﻭَﻳَﻌْﻔُﻮ ﻋَﻦْ ﻛَﺜِﻴﺮٍ ۚ ﻗَﺪْ ﺟَﺎﺀَﻛُﻢْ ﻣِﻦَ ﺍﻟﻠَّﻪِ ﻧُﻮﺭٌ ﻭَﻛِﺘَﺎﺏٌ ﻣُﺒِﻴﻦ --
ﻳَﻬْﺪِﻱ ﺑِﻪِ ﺍﻟﻠَّﻪُ ﻣَﻦِ ﺍﺗَّﺒَﻊَ ﺭِﺿْﻮَﺍﻧَﻪُ ﺳُﺒُﻞَ ﺍﻟﺴَّﻠَﺎﻡِ ﻭَﻳُﺨْﺮِﺟُﻬُﻢْ ﻣِﻦَ ﺍﻟﻈُّﻠُﻤَﺎﺕِ
ﺇِﻟَﻰ ﺍﻟﻨُّﻮﺭِ ﺑِﺈِﺫْﻧِﻪِ ﻭَﻳَﻬْﺪِﻳﻬِﻢْ ﺇِﻟَﻰٰ ﺻِﺮَﺍﻁٍ ﻣُﺴْﺘَﻘِﻴﻢ ( 5:16 )
"হে আহলে কিতাবিগণ, তোমাদের নিকট আমার রাসূল এসেছে। তোমরা কিতাবের যেসব অংশ গোপণ করতে তার অনেক অংশ প্রকাশ করে দেবে এবং তোমাদের মার্জনা করবে। আল্লাহর পক্ষ থেকে নূর ও স্পষ্ট কিতাব (কুরআন) এসেছে।
এর (নূর ও কিতাব তথা কুরআন) দ্বারা আল্লাহ যারা তাঁর সন্তুষ্টি কামনা করে, তাদেরকে নিরাপত্তার পথ প্রদর্শন করেন এবং তাদেরকে আল্লাহ স্বীয় নির্দেশ দ্বারা অন্ধকার থেকে
আলোর দিকে বের করে আনেন এবং সরল পথে পরিচালনা করেন"* (৫:১৫-১৬)।
""""""""আয়াতের অংশ ভিত্তিক আলোচনা """"""""""
"হে আহলে কিতাবিগণ, তোমাদের নিকট আমার রাসূল এসেছে। তোমরা কিতাবের যেসব অংশ গোপণ করতে তার অনেক অংশ প্রকাশ করে দেবে এবং তোমাদের মার্জনা করবে"
এখানে আল্লাহ তায়ালা আহলে কিতাব তথা ইহুদি-খ্রিস্টানদের উদ্দেশ্য বলেন, তারা তাদের কিতাবের (তাওরাত যাবুরের) যেসব অংশ গোপন করত আল্লাহ তায়ালা রাসূলুল্লাহ (সা) এর মাধ্যমে তার অনেক অংশ প্রকাশ করে দেবেন। আর প্রকাশ
করার সাথে সাথে যারা তা গ্রহণ করবে তাদের ক্ষমা করে দেবেন।
" আল্লাহর পক্ষ থেকে নূর ও স্পষ্ট কিতাব (কুরআন) এসেছে"
এখানে "নূর ও স্পষ্ট কিতাব" দ্বারা কুরআনকে বুঝানো হয়েছে। কেননা উপরোক্ত আয়াতের প্রথম অংশে রাসূলুল্লাহ (সা) এর কথা বলে সাথে তার কাজও উল্লেখ করেছেন এবং এই অংশে কুরআনের কথা উল্লেখ করে পরের আয়াতে এই কুরআন দ্বারা কি কাজ হবে তা উল্লেখ করেছেন।
যদি "নূর ও স্পষ্ট কিতাব'' দ্বারা কুরআন উদ্দেশ্য না হত, তবে পরের আয়াতে 'এর' শব্দটি কখনোই বসতনা।
এরপরও যদি বুঝতে কষ্ট হয় তবে নিম্নে উল্লেখিত
আয়াতটি লক্ষ্য করুন।
ﻭَﺇِﺫْ ﺁﺗَﻴْﻨَﺎ ﻣُﻮﺳَﻰ ﺍﻟْﻜِﺘَﺎﺏَ ﻭَﺍﻟْﻔُﺮْﻗَﺎﻥَ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗَﻬْﺘَﺪُﻭﻥ
আর আমি মুসাকে কিতাব ও ফুরকান দিয়েছি যাতে তোমরা সরল পথ পেতে পার (সূরা বাকারা ২:৫৩)।
এই আয়াতে আল্লাহ মূসা (আ) কে "কিতাব ও ফুরকান" দিয়েছে বলে উল্লেখ করেছেন। এর মানে এই নয় যে, এখানে কিতাব ও ফুরকান দুটি আলাদা কিছু। বরং এই দুটি শব্দ দ্বারা তাওরাত
কিতাবকে বুঝিয়েছেন। এইখানে কিতাব বলতে স্পষ্ট তাওরাত কিতাবকে বুঝিয়েছেন এবং ফুরকান দ্বারা তাওরাতের বৈশিষ্ট্য তুলে ধরেছেন।
যদি এই আয়াতটা বুঝে থাকেন, তবে
......... ﻗَﺪْ ﺟَﺎﺀَﻛُﻢْ ﻣِﻦَ ﺍﻟﻠَّﻪِ ﻧُﻮﺭٌ ﻭَﻛِﺘَﺎﺏٌ ﻣُﺒِﻴﻦ
"....আমার পক্ষ থেকে তোমাদের নিকট নূর ও স্পষ্ট কিতাব এসেছে " এখানে কিতাব দ্বারা স্পষ্ট কুরআনকে বুঝানো হয়েছে এবং নূর দ্বারা কুরআনের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।
"এর (নূর ও কিতাব তথা কুরআন) দ্বারা আল্লাহ যারা তাঁর সন্তুষ্টি কামনা করে, তাদেরকে নিরাপত্তার পথ প্রদর্শন করেন এবং তাদেরকে আল্লাহ স্বীয় নির্দেশ দ্বারা অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন এবং সরল পথে পরিচালনা
করেন"
এখানে বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আসা কুরআন (নুর ও স্পষ্ট কিতাব) দ্বারা যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তাদের এই কুরআন (নূর ও স্পষ্ট কিতাব) দ্বারা অজ্ঞতা ও যাবতীয় পাপাচারের অন্ধকার থেকে জ্ঞান ও পূন্যের
আলোতে নিয়ে আসবেন এবং তাদের সঠিক সরল পথে পরিচালিত করবেন।
আশা করি উত্তর পেয়েছেন।
NB : প্রশ্ন কর্তা ও উত্তরদাতা উভয় আমি। এখানে
উপরোক্ত আয়াতের "নূর " শব্দটি দ্বারা কি বুঝানো তা সুস্পষ্ট ভাবে আলোচনার সার্থে আমাকে উভয়ের ভুমিকা পালন করতে হয়েছে।
08/01/17
হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট প্রমাণ এসেছে এবং আমি তোমাদের নিকট স্পষ্ট আলো নাযিল করেছি। ৪/১৭৪
ReplyDelete