প্রশ্ন: সালাতে আমরা তো রুকু একটি করি, কিন্তু সাজদা দুটি করতে হয় কেন?
প্রশ্ন: সালাতে আমরা তো রুকু একটি করি, কিন্তু সাজদা দুটি করতে হয় কেন?
জবাব: এ প্রসঙ্গেই আলি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমরা সালাতে একটি রুকু করার পর দুটি সাজদা করি কেন? এর হাকিকত কী?Surah Ta-Ha, 20:55
জবাবে আলি রা. বলেন: দেখো, আল্লাহ্ পাক কুরআনুল করিমে আমাদের সৃষ্টি, পুনরুত্থান ও মাটি সম্পর্কে বলেছেন:
مِنْهَا خَلَقْنَـٰكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
"মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।" অর্থ: "আমরা তা (মাটি) থেকেই তোমাদের সৃষ্টি করেছি, তাতেই তোমাদর ফিরিয়ে নেবো এবং পরে দ্বিতীয়বার তা থেকেই তোমাদের বের করে আনবো।"
"Thereof We created you, and into it we shall return you, and from it We shall bring you out once again"
জমিনে আমাদের পয়লা সাজদার পর মাথা উঠিয়ে বসা দ্বারা আমরা সাক্ষ্য দেই: আমরা মাটি থেকেই সৃষ্ট হয়েছি। দ্বিতীয় সাজদা দ্বারা আমরা সাক্ষ্য দেই: আমরা আবার মাটিতেই ফিরে যাবো। দ্বিতীয় সাজদা থেকে আবার মাথা উঠানো দ্বারা আমরা সাক্ষ্য দেই: আমরা মাটি থেকেই পুনরুত্থিত হবো।
সালাতের প্রত্যেক রাকাতে দুটি সাজদা দ্বারা আমরা বার বার কুরআনুল করিমের উক্ত আয়াতের সত্যতার সাক্ষ্য দিয়ে থাকি।
অর্থাৎ আমরা সাক্ষ্য দিয়ে থাকি: আমরা মাটি থেকে সৃষ্ট, আমাদের মৃত্যু হবে এবং আমরা মাটিতেই ফিরে যাবো, তারপর এই মাটি থেকেই আমরা পুনরুত্থিত হবো।
-------------------------------
আবদুস শহীদ নাসিম
Tagl- Sisda, Sesda, সিসদাহ, প্রশ্নোত্তর। ২০ঃ৫৫ 20:55 islam,
Comments
Post a Comment