নাম রাখা বা ডাকার সময় আল্লাহর গুনবাচক নাম ব্যবহারে সাবধানতা!
প্রশ্ন: আমার নাম আব্দুর রহমান। এলাকার সবাই আমাকে রহমান বলেই ডাকে। এভাবে (রহমান) নাম রাখা বা ডাকা কতটুকু সঠিক?
উত্তর: আল্লাহর নাম বা গুনবাচক দিয়ে মুসলিমের নাম যখন রাখা হয়, তখন সামনে "আব্দ" (বাংলা- দাস এবং English- Slave) শব্দটি যুক্ত করতে হয়। 'আব্দ' শব্দটি যদি যুক্ত না করে তবে সে নামটি সঠিক নয়। কেননা মানুষ কখনো স্রষ্টা বা তার সমতুল্য হতে পারেনা। বরং মানুষ স্রষ্টার দাস। তার পরিচয় শুধুই দাস। এখানেই তার সম্মান ও মর্যাদা। এর বাইরে আর কিছুই নয়। অতএব, নাম রাখা বা ডাকার সময় বিষয়টি খেয়াল রাখতে হবে। নয়লে মুসলিম হিসেবে ভালোবেসে আল্লাহর নামের সাথে মিল রেখে যে নাম রাখি। তাতে গুনাহ হবে। যদি কেউ এটা জানার পরেও 'আব্দ' শব্দটি বাদ দিয়ে নাম রাখে বা ডাকে তবে সে যেন তাতে শিরকের গুনাহের মতো গুনাহে লিপ্ত হওয়ার ভয় রাখে।
Name or Isma |
প্রিয় ভাই, আপনার নাম রাখার ধরনটি (আব্দুর রহমান) ইসলাম সম্মত। তবে অন্যদের ডাকার ধরনটি ইসলাম বিরোধী। আশা রাখি আপনি বুঝেছেন। যারা আপনাকে 'রহমান ' বলে ডাকে তাদের বলে দিন, "রহমান" হচ্ছেন আল্লাহ আর আপনি রহমানের দাস তথা আব্দুর রহমান।
এই রকম কিছু
নামঃ আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল জব্বার, আব্দুস সাত্তার, আব্দুল আলিম।
Answer by আবুবকর সিদ্দিক (৩০/৫/২১)
Comments
Post a Comment