Posts

Showing posts from October, 2021

সালাত (صَلُّوۡ) শব্দের অর্থ ও ব্যাখ্যা জানুন

Image
সালাত صَلُّوۡ শব্দের  ব্যাখ্যা। তাফসির ইবনে কাসীর, সূরা আহযাবের ৪৩,৫৬ নং আয়াত। স্ক্রিন সর্ট দেওয়া হয়েছে.... সালাত صَلُّوۡ শব্দের ব্যাখ্যা। তাফসির ইবনে কাসীর, সূরা আহযাবের ৪৩,৫৬ নং আয়াত।

ভ্রান্ত ও বিদাতি দল থেকে বাঁচার উপায়।

Image
কোনটি মানবেন যখন সবাই নিজ নিজ মতের ব্যাপারে কোরান হাদিস থেকে দলিল দিচ্ছে! প্রশ্নঃ আমরা সাধারণ মুসলিমরা কি করব যখন আলেম সমাজ একই বিষয়ে বিপরীত দলিল দেন কোরান বা হাদিস থেকে? যেমনঃ ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে একদল বলে এটা সাহাবী, তাবেঈ ও তাবেঈগণ উদযাপন করেননি আবার আরেক দল বলে ঈদে মিলাদুন্নবীর কথা কোরানে আছে? দয়াকরে আমাকে কিছু পরামর্শ দিন। উত্তরঃ ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আপনি এই কথা সত্য বলেছেন যে, আলেম সমাজের মধ্যে মতের ভিন্নতা আছে এবং প্রত্যেক আলেম নিজ নিজ মতের ব্যাপারে কোরান হাদিস থেকে দলিল দেন। তাহলে আপনারা কি করবেন! এইক্ষেত্রে আপনাদের উচিত হচ্ছে, আল্লাহ আপনাকে যে বিবেক বুদ্ধি দিয়েছেন তা দিয়ে সাধ্যমত যাচাইয়ের চেষ্টা করা তাদের মধ্যে কে সত্য বলছে, আর কে মিথ্যা বলছে। ধরুন, আপনার মনে হচ্ছে, উভয় দলই কোরান হাদিস থেকে বলছে, কিন্তু কার ব্যাখ্যা বিশ্লেষণ সঠিক তা বুঝে নিতে পাচ্ছেন না। তাহলে আপনি যেটা করবেন সেটা হলোঃ সাহাবীগণ অথবা তাবেঈগণ অথবা তাবে-তাবেঈগণ তা কিভাবে বুঝেছেন, মেনেছেন, বা আমল করেছেন সেটা দেখা। যদি মতভেদ পূর্ণ বিষয়ে সালফে সালেহীনদের অনুসরণ করেন ইন্সাল্লাহ ব...