কবর পূজারিদের সেইকাল আর এইকাল প্রায় ১৪৪০ বছর পূর্বে আরবের মক্কা নগরীতে মানবতার মুক্তির দূত হযরত মুহম্মদ (সঃ) এর জন্ম হয়। আর তার জন্ম স্থান ছিল মুশরিকদের আবাস স্থল। এ মুশরিকণ নানা রকম ওসীলা ধরে আল্লাহর ইবাদত করত। তাদের ধারণা ছিল যে, উসিলা ছাড়া আল্লাহর নিকট কোন দোয়া বা প্রার্থনা কবুল হয়না। তাই তারা আল্লাহর নির্দেশন গুলােকে উসীলা বানাত। যেমন কোন কোন মুশরিকদের দল চন্দ্র, সূর্য, গাছ পালাকে উসীলা বানাত আবার কোন কোন মুশরিকদের দল আল্লাহর নেককার বান্দাদের মূর্তি, কবর ইত্যাদিকে উসীলা বানাত। প্রকৃত পক্ষে, তারা আল্লাহকে এক স্রষ্টা হিসেবে বিশ্বাস করত এবং তারা ছিল ইব্রাহিম (আঃ) এর অনুসারী। কালের পরিবর্তনে তারা আল্লাহর সাথে শরীক করে মুশরিক হয়ে যায়। যাই হােক, আমার কথা হল তারা চন্দ্র, সূর্য প্রভৃতির পাশাপাশি আল্লাহর নেককার বান্দাদের কবর, মুর্তি ইত্যাদিকে উসীলা হিসেবে গ্রহণ করেন। তাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা। আর আল্লাহর নৈকট্য হাসিলের সহজ উপকরণ হিসেবে করবাসীকে গ্রহণ করেন। তাদের ধারণা ঐ কবরবাসী আল্লাহর ওলী। সুতারাং তাকে খুশি করলে জান্নাত পাওয়া যাবে। এ ভ্রান্তধারণার ভিত্তিতে তা...