Posts

Showing posts from January, 2022

তাওহিদ ও শিরক (Tawheed and Shirk)

Image
শিরক হচ্ছে মহাপাপের নাম। শিরক সম্পর্কে জানুন, ঈমানকে হেফাজত করুন। তাওহিদ ও শিরক সংক্রান্ত বাংলা ভিডিও সমূহ এক সাথে দেখতে লিংকে ক্লিক করুন,     VideoPlayList যাদের ভিডিও সংযুক্ত করা হয়েছে, 1/ শাইখ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহঃ)। 2/ ডা. জাকির নায়েক। 3/ শাইখ সালাউদ্দিন মাক্কী। 4/ শাইখ মনসুর আস সালিমি। 5/ শাইখ আসিম আল-হাকিম। ইন্সাআল্লাহ, ভবিষ্যতে এই বিষয়ে আর কারো ভিডিও সংযুক্ত করলে তাদের নাম যুক্ত করা হবে। তাওহিদ ও শিরক সম্পর্কে জানুন, ঈমানকে শিরকের সংমিশ্রণ হতে রক্ষা করুন।

Three Muslim Preacher borne in India. Rahmatullah Kiranbi, Ahmed Ditat and Zakir Naik.

Image
Three Muslim Preacher borne in India. Rahmatullah Kiranbi, Ahmed Ditat and Zakir Naik.   Three Muslim Preacher borne in India. Rahmatullah Kiranbi, Ahmed Ditat and Zakir Naik.

মুসলিম সমাজে প্রচলিত কিছু সুস্পষ্ট শির্কী আক্বিদাহ, কথা ও কাজ!

Image
اَلَّذِیۡنَ اٰمَنُوۡا وَ لَمۡ یَلۡبِسُوۡۤا اِیۡمَانَہُمۡ بِظُلۡمٍ  اُولٰٓئِکَ لَہُمُ الۡاَمۡنُ وَ ہُمۡ مُّہۡتَدُوۡنَ যারা ঈমান এনেছে এবং নিজ ঈমানকে যুলমের (শিরকের)  সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্যই নিরাপত্তা "এবং তারাই  হিদায়াতপ্রাপ্ত 6/82-Alquran যেসব বিশ্বাস, কথা ও কাজ শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য এমনসব বিশ্বাস, কথা ও কাজ কোন সৃষ্টির শানে প্রয়োগ করা, আল্লাহর সাথে কোন সৃষ্টির তুলনা করা এবং কোন সৃষ্টিকে আল্লাহর সত্ত্বার অংশ মনে করা শিরক। নিম্নে মুসলিম সমাজে প্রচলিত কিছু শির্কী কথা, কাজ ও বিশ্বাসের তালিকা দেওয়া হল।   1/ নবীজি (সাঃ) আল্লাহর নূর হতে সৃষ্ট অর্থাৎ আল্লাহর জাতে কাদিমের অংশ! (নাউযুবিল্লাহ) সংক্ষিপ্ত আলোচনাঃ কোন কিছুই আল্লাহর সত্ত্বার অংশ নয়। সবকিছুই আল্লাহর সৃষ্টির অংশ। এভাবে আল্লাহর অংশীদার সাব্যস্ত করা স্পষ্ট শিরক। 2/ নবীজি (সাঃ) গায়েব জানতেন! (নাউযুবিল্লাহ) সংক্ষিপ্ত আলোচনাঃ কোরআনে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেনা। মুসলিমদের বিশ্বাস হলো, যে বিষয় আল্লাহ তার দিকে ন্যস্ত করেন, সে বিষয় অন্য কোন সৃষ্টির দিকে ন্যস্ত করা শিরক। 3/ নবীজ...

ইবাদতে মাইকের ব্যবহার করলে কি যান্ত্রিক ইবাদত বলা যাবে?

Image
যান্ত্রিক ইবাদত! ইবাদতে মাইক ব্যবহার। প্রশ্নঃ আমরা ইবাদতে মাইক ব্যবহার করি। একদল লোক বলে থাকে আমাদের ইবাদত যান্ত্রিক ইবাদত। এর জবাবে কি বলব তা ভেবে পাইনা। আসলে তাদের এই কথা কতোটুকু গ্রহণযোগ্য তা দয়া করে জানাবেন? উত্তরঃ শয়তানের কাজ মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করা। আর সন্দেহ থেকেই প্রশ্নের উদ্ভব। আপনি যদি তাদের এই প্রশ্নের গ্রহণযোগ্য জবাব দিয়েও দেন। তারপরও তারা আপনাকে আরও প্রশ্ন করবে। এভাবেই আপনাকে সংশয় ও সন্দেহের মাঝে রেখে দীন ইসলাম থেকে দূরে সরিয়ে দিবে। আপনার জন্য সবচেয়ে ভাল এই জাতীয় দরগাহ, দরবার ও খানকাহ ভিত্তিক বিচ্ছিন্ন লোকদের এড়িয়ে চলা। এই ছিল আপনার প্রতি আমার প্রাথমিক পরামর্শ। এইবার আপনার প্রশ্নের উত্তরঃ আমরা যে যুগে বসবাস করতেছি তা যান্ত্রিক যুগ। চারদিকে মানুষ ও যান্ত্রিক কোলাহলের কারণে পাখির ডাকও ভালো করে শোনা যায়না। মসজিদের মধ্যে ইমাম সাহেব তাকবীর বল্লে আগে পাঁচ হাজার লোক হলেও তা শোনা যেত। বর্তমান অবস্থা এমন যে, পাঁচ শত মানুষও ইমামের আওয়াজ ভালোভাবে শোনতে পাইনা। এই কারণেই মাইকের ব্যবহার জরুরী হয়ে পড়েছে। ইমাম যে উদ্দেশ্য নিয়ে উচ্চ স্বরে তাকবীর বলে, ক্বিরাত পড়ে। স...