সৌদি আলেমদের মানহাজ ও মতবিরোধ দূর করার সহজ উপায়।
সৌদি আলেমদের মানহাজ ও মতবিরোধ কমানোর সহজ উপায় ! বিসমিল্লাহির রাহমানির রাহিম। সৌদি আরব! পৃথিবীর মুসলিম দাবিদার সকল মানুষের জন্য এই দেশটি খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ এই দেশেই মুসলিমদের দুটি পবিত্র স্থান মক্কা ও মদিনা অবস্থিত। নবীজি ﷺ এর ইন্তাকালের দীর্ঘ সময় পরও যে দেশটিতে এখনও ইসলামী অনুশাসন চলে। এই দেশের সব নিয়ম কানুন যে পুরোপুরিই ইসলাম ধর্মের আইন অনুসারে চলে সেটা বলবনা। যেটা বলব তা হল, পৃথিবীর অন্যান্য মুসলিম দেশের তুলনায় এই দেশে এখনও রক্ষণশীল ও ইসলামি ভাবধারা বিদ্যমান। মাঝে মধ্যে ফেসবুক, ইউটিউব তথা সোসাইল মিডিয়ায় এই দেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা দেখতে ও শোনতে পাই। তা দিয়ে সৌদি আরবকে বিবেচনা করলে সেটা হবে ভুল। এর কিছু সত্য হলেও বলব, পৃথিবীর অন্যান্য মুসলিম দেশের তুলনায় এই দেশ এখনও ইসলামিক হুকুমত অনুসারে চলে। এই হলো সৌদি আরবের শাষণকার্যের সংক্ষিপ্ত বর্ণনা। এবার আসি সৌদি আলেমদের মানহাজ সম্পর্কে জানি। মানহাজ আরবি শব্দ যার অর্থ দৃষ্টিভঙ্গি। ইসলামি বিশ্বাস ও ইবাদত পদ্ধতির ক্ষেত্রে বর্তমান সৌদি আলেমরা সালফে সালেহীনদের অনুসরণ করে থাকেন। সালফে সালেহীন বলতে নবীজি ﷺ এর পরবর্তি তিন যুগের ...