Posts

Showing posts from May, 2023

Biography- Abubakar Siddiq

Image
নামঃ আবুবকর সিদ্দিক বিন আব্দুল মালেক আল ইব্রাহিম। ( Abubakar Siddiq Bin Abdul Malak al Ibrahim ) পিতাঃ আব্দুল মালেক বিন আব্দুল আলিম আল ইব্রাহিম। মাতাঃ জাহানারা বেগম। 2021 সালে তুলা একটি সেলফি ভাইবোনঃ কামাল, জামাল, জমির, নূরজাহান, মুহসিন, খুরশিদা, ইলিয়াস, ইব্রাহিম, মিজান। ভাইবোন দশজনের মধ্যে সবার ছোট আবুবকর সিদ্দিক। জন্মঃ 1990 সালের মাঝামাঝি সময়ে জন্মগ্রহণ করেন। জন্মস্থানঃ গ্রাম: মৌলভী পাড়া, ইউনিয়ন: চরলক্ষা, উপজেলা ও থানা: বন্দর / পটিয়া (বর্তমান কর্ণফুলী) জেলা: চট্টগ্রাম, দেশ: বাংলাদেশ। দুবাই, নাইফ পুলিশ স্টেশনের নিকটে April 2023 Dubai Mall April 2023 Dubai Mall 2023 Deira Dubai ঈদের সালাতের পূর্বে। প্রাথমিক জীবনঃ জন্মের দ্বিতীয় বছরের প্রথম দিকে 'মা' মারা যান এবং মায়ের মৃত্যুর এক বছরের মধ্যে বাবাও মারা যান। এরপর ছোট্ট দুধের বাচ্চাটিকে পালক নেওয়ার জন্য অনেকেই আসে। কিন্তু বড় ভাবি (জনাবা খাতুন) পালক দিতে অস্বীকৃতি জানাই। এরপর থেকেই ভাইবোন ও বড় ভাবির ছায়ায় বড় হতে থাকে। বোন দুটির বিয়ে হয়ে গেলে মা হারা ছোট ছেলেটির একচ্ছত্র অবিভাবক হয়ে পড়েন বড় ভাবি। ...