ঈদে মিলাদুন্নবী উদযাপন করা বিদাত কেন?

প্রশ্নঃ আমি ছোটকাল থেকেই জেনে এসেছি আমাদের নবী মুহাম্মদ (সাঃ) আরবি মাসের ১২-ই রবিউল আওয়াল জন্ম গ্রহণ করেন। কিন্তু সম্প্রতি ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে, তিনি কোন মাসের কত তারিখে জন্ম গ্রহণ করেন এই ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। তাহলে যারা মিলাদুন্নবী বা নবীর জন্ম বার্ষিকি উদযাপন করেন তারা কিসের ভিত্তিতে করেন এবং কেন করেন? এই ভাবে মিলাদুন্নবী উদযাপন করা জায়েজ কিনা বিস্তারিত জানতে চাই। জানালে উপকৃত হব। উত্তরঃ শুধু আপনি না আমিও ছোটকাল থেকে এটাই জেনে আসছি যে, মুহাম্মদ (সাঃ) ১২ ই রবিউল আওয়াল জন্ম গ্রহণ করেন। মূলত এইটা কোরান বা হাদিস থেকে প্রমাণিত কোন মাস বা তারিখ নয়। বরং এইটা ঐতিহাসিকদের অনেক গুলো মতের মধ্যে একটি মত। নবীজি (সাঃ) কোন মাসের কত তারিখে জন্ম গ্রহণ করেন এই ব্যপারে সাহাবীগণ কখনো তাকে জিজ্ঞাসা করেনি। কারণ তাদের প্রয়োজনও পড়েনি। স্পষ্ট ভাবে বলা যায় শুধু মাত্র উত্তম তিন যুগ নয় ইমাম আবূ হানিফা, সাফেঈ, মালেক ও হাম্বলি (রঃ)। তাদের যুগেও নবীজি (সাঃ) এর জন্ম তারিখ বা সন নিয়ে আলোচনা হয়নি। তাদের অনেক পরে সিরাত গ্রন্থের লেখকগণ এই বিষয়ে লেখা লেখি করেন। তাতে এইটা নিয়ে মতভ...