Posts

Showing posts from October, 2015

দাড়ি রাখার সঠিক নিয়ম কি?

বহু মুসলিম ভাই আছেন, যারা ইসলামকে ভালভাবে উপলব্ধি করার বাস্তব জীবনে ইসলাম মেনে চলা শুরু করেছেন। পাঁচ ওয়াক্ত সালাত দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছেন। দাড়ি রাখার গুরুত্ব উপলব্ধি করে দাড়ি রাখাও শুরু করেছেন। কিন্তু সমস্যা হচ্ছে অনেক মুসলিম ভাই-ই দাড়ি রাখার সঠিক পদ্ধতিটি জানেন না। ফলে তারা দাড়ি রাখতে গিয়ে অনেক ভুল পদ্ধতিতে জড়িয়ে পরেন। সেগুলো হচ্ছে- দাড়ি ছাটাই করে রাখা, দাড়ি সমান করে রাখা, গালের উপরে ক্ষুর চাঁছাই করা, গোঁফ ক্ষুর দিয়ে চাঁছাই করা ইত্যাদি। দাড়ির ব্যাপারে রাসূল (ছাঃ)-এর স্পষ্ট নির্দেশ হ’ল, তোমরা দাড়ি ছেড়ে দাও ও গোঁফ ছাটো এবং মুশরিকদের বিপরীত কর’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৪২১)। আল্লাহ্র রাসুল (সাঃ) বলেছেন- তোমরা মুশরিকদের বিপরীত কর, দাড়ি বাড়াও এবং গোফ ছোট কর। [সহিহ বুখারী, ৯ম খন্ড, পোশাক অধ্যায়, হাদিস-৫৪৭৩] এরকম আরো বহু হাদিস রয়েছে যেখানে আল্লাহ্র রাসুল (সাঃ) বলেছেন দাড়ি ছেড়ে দাও, দাড়ি বাড়াও, দাড়ি লম্বা কর। পক্ষান্তরে দাড়ি ছাঁটাই করার কোন প্রমান নেই, একটি ছাড়া। সেটি হল- আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) হজের মৌসুমে দাড়ি মুট করে ধরে নিচের অতিরিক্ত অংশটুকু কেটে ফেলতেন। [সহিহ বুখারী, ৯ম খন্ড, পোশাক...

Three Valuble Things

→৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। ১| নদীর পাড়ের বাড়ি ২। ব্রেক ছাড়া গাড়ি ৩। পর্দা ছাড়া নারী। →তিনটি জিনিস একবার আসেঃ (১) মাতা-পিতা (২) সৌন্দর্য্য (৩) যৌবন। →তিনটি জিনিস ফিরিয়ে আনা যায়নাঃ (১) বন্দুকের গুলি (২) কথা (৩) রূহ। →তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ (১)সু-সন্তান (২) সদকা (৩) ইলম। →তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ (১)চুরি (২)চোগলখুরী (৩)মিথ্যা। →তিনটি জিনিস পেরেশানিতে রাখেঃ (১)হিংসা (২)অভাব (৩)সন্দেহ। →তিনটি জিনিসকে সর্বদা মনে রেখঃ (১) উপদেশ (২) উপকার (৩) মৃত্যু। →তিনটি জিনিস কে আয়ত্বে রেখঃ (১) রাগ (২) জিহবা (৩) অন্তর। →তিনটি জিনিস অভ্যাস করঃ (১) নামাজ (২) সত্য বলা (৩) হালাল রিযিক। →তিনটি জিনিস থেকে দূরে থেকঃ (১) মিথ্যা (২) অহংকার (৩) অভিশাপ। →তিনটি জিনিসের জন্য যুদ্ধ করঃ (১) দেশ (২) জাতি (৩) সত্য। →তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ (১) কলম (২) কসম (৩) কদম ‘দয়া করে মূল্যবান পোষ্টটা পরা শেষ হলে শেয়ার করুন’ এবং সকল কে জানার ও শিক্ষার সুযোগ করে দিন । This post collected from fb.

First post

Bismillahir Rahmanir Rahim Welcome to my blog AbubakarNetwork. 29.10.2015-09:49pm