Three Valuble Things

→৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। ১| নদীর পাড়ের বাড়ি ২। ব্রেক ছাড়া গাড়ি ৩। পর্দা ছাড়া নারী। →তিনটি জিনিস একবার আসেঃ (১) মাতা-পিতা (২) সৌন্দর্য্য (৩) যৌবন। →তিনটি জিনিস ফিরিয়ে আনা যায়নাঃ (১) বন্দুকের গুলি (২) কথা (৩) রূহ। →তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ (১)সু-সন্তান (২) সদকা (৩) ইলম। →তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ (১)চুরি (২)চোগলখুরী (৩)মিথ্যা। →তিনটি জিনিস পেরেশানিতে রাখেঃ (১)হিংসা (২)অভাব (৩)সন্দেহ। →তিনটি জিনিসকে সর্বদা মনে রেখঃ (১) উপদেশ (২) উপকার (৩) মৃত্যু। →তিনটি জিনিস কে আয়ত্বে রেখঃ (১) রাগ (২) জিহবা (৩) অন্তর। →তিনটি জিনিস অভ্যাস করঃ (১) নামাজ (২) সত্য বলা (৩) হালাল রিযিক। →তিনটি জিনিস থেকে দূরে থেকঃ (১) মিথ্যা (২) অহংকার (৩) অভিশাপ। →তিনটি জিনিসের জন্য যুদ্ধ করঃ (১) দেশ (২) জাতি (৩) সত্য। →তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ (১) কলম (২) কসম (৩) কদম ‘দয়া করে মূল্যবান পোষ্টটা পরা শেষ হলে শেয়ার করুন’ এবং সকল কে জানার ও শিক্ষার সুযোগ করে দিন । This post collected from fb.

Comments

Post a Comment

Popular posts from this blog

Application for permission to visit National Museum.

মিলাদুন্নবী ও সূরা আহযাবের 56 নং আয়াত:

ইবাদতে মাইকের ব্যবহার নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসন (প্রথম পর্ব)

রাসূল (সা) প্রতি সোমবারে রোজা রাখতেন কেন?

সৈয়দ আব্দুল কাদের জিলানী (রা) এর সংক্ষিপ্ত জীবনীঃ