সাফল্যের ফর্মুলাঃ
০১। সময়ের কাজ যথাসময়ে করবে।
০২। বিলম্বে উপস্থিত হবে না।
০৩। জীবন যাপন করো সরল ও সাধারন।
০৪। আচরন করো সহজ।
০৫। আশা করো সামান্য।
০৬। কাজ করো অধিক।
০৭। সিদ্ধান্ত নাও ভেবে-চিন্তে সঠিক
সিদ্ধান্ত।
০৮। আবেগ নয়, বিবেক কাজে লাগাও।
০৯। মুখে হাসি যেন লেগেই থাকে।
১০। নেগেটিভ নেভার, সব সময় পজেটিভ চিন্তা
করো,
১১। পজেটিভ কাজটি করো।
১২। তর্কে যেওনা কখনো, তর্কে বহু দূর।
১৩। যুক্তি দেখাবে না, পরামর্শ দেবে।
১৪। মনে কষ্ট দিওনা, মন জয় করো।
১৩। নিরাশ হবেনা, সব সময় আশাবাদী থাকবে।
= = এভাবে করলেই তুমি জিতবে।
= = সুন্দর করে ভাবো, সুখে থাকো।
------------------------------
--------
আবদুস শহীদ নাসিম
৩০/১০/২০১৫
Comments
Post a Comment