সাফল্যের ফর্মুলাঃ

০১। সময়ের কাজ যথাসময়ে করবে।
০২। বিলম্বে উপস্থিত হবে না।
০৩। জীবন যাপন করো সরল ও সাধারন।
০৪। আচরন করো সহজ।
০৫। আশা করো সামান্য।
০৬। কাজ করো অধিক।
০৭। সিদ্ধান্ত নাও ভেবে-চিন্তে সঠিক
সিদ্ধান্ত।
০৮। আবেগ নয়, বিবেক কাজে লাগাও।
০৯। মুখে হাসি যেন লেগেই থাকে।
১০। নেগেটিভ নেভার, সব সময় পজেটিভ চিন্তা
করো,
১১। পজেটিভ কাজটি করো।
১২। তর্কে যেওনা কখনো, তর্কে বহু দূর।
১৩। যুক্তি দেখাবে না, পরামর্শ দেবে।
১৪। মনে কষ্ট দিওনা, মন জয় করো।
১৩। নিরাশ হবেনা, সব সময় আশাবাদী থাকবে।
= = এভাবে করলেই তুমি জিতবে।
= = সুন্দর করে ভাবো, সুখে থাকো।
------------------------------
--------
আবদুস শহীদ নাসিম
৩০/১০/২০১৫

Comments

Popular posts from this blog

Application for permission to visit National Museum.

মিলাদুন্নবী ও সূরা আহযাবের 56 নং আয়াত:

ইবাদতে মাইকের ব্যবহার নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসন (প্রথম পর্ব)

রাসূল (সা) প্রতি সোমবারে রোজা রাখতেন কেন?

সৈয়দ আব্দুল কাদের জিলানী (রা) এর সংক্ষিপ্ত জীবনীঃ