যেভাবে কুরআনের অপব্যাখ্যা হয়ে থাকে :
আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কুরআনের
অপব্যাখ্যা হওয়ার ক্ষেত্রে যা হয় তা
নিন্মে পয়েন্ট আকারে উল্লেখ করলাম,
১। কুরআনের আয়াতের প্রসংঙ্গ ছাড়া
উদ্বৃতি দেয়া।
২। কুরআনের সুস্পষ্ট আয়াতের বিপরীতে
অস্পষ্ট আয়াত গুলোকে প্রধান্য দেয়া।
৩। কুরআনের পুরো আয়াতের কোনো
নির্দিষ্ট অংশকে দলিল হিসেবে গ্রহণ
করে পুরো আয়াতের সামগ্রিক অর্থকে
বাদ দেয়া। অথবা কয়েকটি আয়াতের
সামগ্রিক অর্থকে বাদদিয়ে নির্দিষ্ট
একটি আয়াতকে দলিল হিসাবে গ্রহণ
করা।
৪। সাহাবি, তাবেঈ ও তাবে-তাবেঈগণ
কুরআনের অস্পষ্ট আয়াতের যে ব্যাখ্যা
করেছেন তার বিপরীত ব্যখ্যা করা।
উপরোক্ত চারটি পয়েন্ট গুলো কুরআনের
অপব্যাখ্যা হওয়ার জন্য যতেষ্ট ভুমিকা
রাখে।
Comments
Post a Comment