মুহাম্মদ (সা:) মৃত্যু সম্পরকে কোরান কি বলে?
প্রসঙ্গ : মুহাম্মদ (সা:) এর মৃত্যু সম্পর্কে আল্লাহ যা বলেছিল: আল্লাহ রাব্বুল আলামিন বলেন," كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে " (সুরা আল ইমরান, ৩:১৮৫। সুরা আম্বিয়া ৩৫। সুরা আনকাবুত, ২৯ :৫৭) وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নয় তার পূর্বেও বহু রাসূল গত হইয়াছে সুতরাং সে যদি মারা যায় বা নিহিত হয় তবে কি তোমরা পৃষ্ঠপদার্পন করবে? ..... (সুরা আল ইমরান ৩:১৪৪)। Surah Az Zumar, 39:30 إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ (হে নবী) "মৃত্যু তোমারও ভাগ্য তাদেরও ভাগ্য" (সূরা যুমার, ৩৯:৩০) মুহাম্মদের পূর্বেও আল্লাহ কাউকে বাচিয়ে রাখেনি। সুতারাং তারও মৃত্যু হবে। সাথে যারা তার মৃত্যুতে খুশি তারাও কি বেঁচে থাকবে? আল্লাহ বলেন, وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّن قَبْلِكَ الْخُلْدَ أَفَإِن مِّتَّ ...