Posts

Showing posts from December, 2019

প্রশ্ন: ফরয, ওয়াজিব, সুন্নাতে মুয়াক্কাদা, সুন্নতে গায়রে মুয়াক্কাদা, নফল, মুস্তাহাব, মাকরুহ ইত্যাদির শ্রেণী বিন্যাস কিভাবে হলো?

Image
আবদুস শহীদ নাসিম -------------------- প্রশ্ন : আসসালামু আলাইকুম। দয়া করে আমার প্রশ্নগুলোর জবাব দিয়ে বাধিত করবেন। জাযাকাল্লাহু খাইরান। শরিয়তের আদেশ-নিষেধের শ্রেনীবিন্যাস রয়েছে, যেমন: ফরয, ওয়াজিব, সুন্নাতে মুয়াক্কাদা, সুন্নতে গায়রে মুয়াক্কাদা, নফল, মুস্তাহাব, মাকরুহ ইত্যাদি। প্রশ্ন হলো ১. এগুলো কি রসূলের সা. সময়েই এভাবে বিন্যাস করা হয়েছিল? যদি হয়ে থাকে, তাহলে তার সপক্ষে কোনো দলিল আছে কি? ২. যদি রসূলুল্লাহ সা.-এর সময়ে না হয়ে পরে হয়ে থাকে, তাহলে কার সময়ে, কোন অবস্থার প্রেক্ষাপটে তা হয়েছিল?  ৩.রসূলুল্লাহ সা.এর পরবর্তীতে হয়ে থাকলে তা কি কুরআন-হাদীসের চেয়ে অধিক গুরুত্ব দিয়ে গ্রহণ করা ঈমাণের দাবী? উত্তর হ্যাঁ হলে, কোন দলিলের ভিত্তিতে।  ৪. এসব শ্রেনীবিন্যাসের মধ্যে কোনটি করলে বা না করলে কি পরিমাণ গুণাহ হবে এবং কোনটি করলে বা না করলে গুণাহ হবে না, এসব কিসের ভিত্তিতে কে ঠিক করে দিয়েছেন? এর সপক্ষে দলিল কি? @ Abdullahil Amman Azmi জবাব : ওয়ালাইকুমুস সালাম। আপনার প্রশ্নের জবাব নিম্নে প্রদত্ত হলো: ০১. বিন্যাস কখন কিভাবে হয়েছে কি? রসূল সা. শরিয়তের বিধানসম...

আল্লাহ ব্যাতীত আর কেহ গায়েব জানেনা।

Image
আলেমুল গায়েব বা অদৃশ্য বিষয়ে কেবল আল্লাহ পাক জানেন। হায়াত, মউত, রিজিক ও দৌলতের মতো এই বিষয়টিও আল্লাহর হাতে রয়েছে। তবে তিনি তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা ওহীর মাধ্যমে অদৃশ্য বিষয়ে জানান। যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) কে ওহির মাধ্যমে এমন অনেক কিছু জানিয়েছেন যা তিনি আগে জানতেন না। কিন্তু কেউ কাউকে কোন অদৃশ্য বিষয়ে জানালে তাতে তিনি আলেমুল গায়েব হয়ে যায়না। আলেমুল গায়েব তিনি যিনি জানানো ছাড়ায় নীজ থেকে অদৃশ্য বিষয়ে জানেন। এই হিসেবে আল্লাহ পাক ছাড়া আর কেউ গায়েব জানেনা। যারা বলে মুহাম্মদ (সা:) নিজে থেকে গায়েবের খবর বলে দিতে পারতেন তারা মিথ্যাবাদী, জাহেল । নিচে আল্লাহ ছাড়া যে কেউ গায়েব জানেনা, এমনকি মুহাম্মদ (সা:)ও না তার দলিল পেশ করলাম। আল্লাহ বলেনঃ ﻗُﻞْ ﻟَﺎ ﻳَﻌْﻠَﻢُ ﻣَﻦْ ﻓِﻲ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ ﻭَﺍﻟْﺄَﺭْﺽِ ﺍﻟْﻐَﻴْﺐَ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠَّﻪُ বলুন, আসমান ও জমিনে আল্লাহ ব্যতিত অন্য কেউ গায়েবের খবর জানে না। (সূরা নামলঃ ৬৫ ) আল্লাহ আরো বলেনঃ ﻗُﻞْ ﻟَﺎ ﺃَﻗُﻮﻝُ ﻟَﻜُﻢْ ﻋِﻨﺪِﻱ ﺧَﺰَﺍﺋِﻦُ ﺍﻟﻠَّﻪِ ﻭَﻟَﺎ ﺃَﻋْﻠَﻢُ ﺍﻟْﻐَﻴْﺐَ ﻭَﻟَﺎ ﺃَﻗُﻮﻝُ ﻟَﻜُﻢْ ﺇِﻧِّﻲ ﻣَﻠَﻚٌ ﺇِﻥْ ﺃَﺗَّﺒِﻊُ ﺇِﻟَ...