হাদিসের নামে রাসূল সাঃ এর শানে প্রচলিত কথা গুলোকে কুরআন দিয়ে যাচাই করুন।
💚❤️ হাদিসের নামে রাসূল সাঃ শানে প্রচলিত কথা গুলোকে কুরআন দিয়ে যাচাই করুন। ❤️💚 আর যদি কুরআনের বিরুদ্ধে যায়, সাথে সাথেই তা পরিত্যাগ করুন। কেননা কুরআন হচ্ছে সত্য মিথ্যা যাচাইয়ের উত্তম মানদন্ড! شَہۡرُ رَمَضَانَ الَّذِیۡۤ اُنۡزِلَ فِیۡہِ الۡقُرۡاٰنُ ہُدًی لِّلنَّاسِ وَ بَیِّنٰتٍ مِّنَ الۡہُدٰی وَ الۡفُرۡقَانِ ۚ রমযান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। (Al-Quran: 2/185) হাদিসের ব্যাপারটা হলো, কেউ সহীহ্ বলছে আবার কেউ জয়িফ বলছে। অথবা কেউবা নিজের বক্তব্যকে হাদিসের নামে চালিয়ে দিচ্ছে। ধরুন, এইরকম হাদিস প্রতিদিন সামনে আসতেছে। তাহলে আপনার জন্য এখন কি করা সহজ? 👉 আপনি কি অন্ধভাবে মেনে নিবেন? 👉 আপনি কি প্রতিদিন রেফারেন্স খুঁজবেন? 👉 আপনি কি হাদিস সহীহ্ কিনা যাচাই করবেন? 👉 আপনি কি কোন কোন মুহাদ্দিস সহীহ বলেছেন সেটা জানার চেষ্টা করবেন? 👉 আপনি কি সব মুহাদ্দিসের বক্তব্য জানতে পারবেন? 👉 প্রতিদিন কি আপনি এইরকম হাদিস চেক করবেন? 👉 এইসব কি আপনার দ্বারা সহজ ও সম্ভব? না এইসব আপনার আমার কারও দ্বারা সম্ভব না। আপনা...