#প্রশ্নঃ মিরাজের রাত্রে মুহাম্মদ (সাঃ) কি আল্লাহ সুবাহানাহু তায়ালাকে দেখেছিল? যদি না দেখেন তবে সূর নাজমের ৫-১৮ নং আয়াতে কাকে দেখার কথা আলোচনা করা হয়েছে? ----------------------------------------------------------- # উত্তরঃ আপনার প্রশ্নের দুটি অংশ। একটি হলো, মিরাজের রাত্রে মুহাম্মদ (সা:) আল্লাহ তায়ালাকে দেখেছেন কিনা, অপরটি হচ্ছে, সূরা নাজমের ৫-১৮ কাকে দেখা নিয়ে আলোচনা হয়েছে? প্রথম অংশের জবাবঃ এই বিষয়টি নিয়ে স্বয়ং সাহাবীদের মধ্যে মতভেদ ছিল। কেউ বলেছেন, ঐ রাত্রে মুহাম্মদ (সা:) তার প্রভুকে দেখেছেন আবার কেউ বলেছেন দেখেননি। উভয় মতের পক্ষে হাদীস বিদ্যমান রয়েছে। তবে তুলনামূলক ভাবে চিন্তা করলে যে মতটি সবচেয়ে শক্তিশালী এবং কুরআন সম্মত, তা হচ্ছে, রাসূলুল্লাহ (সা:) কখনোই তার প্রভুকে দেখেননি এবং দুনিয়াবী অবস্থায় তা সম্ভবও নয়। এই মতের পক্ষে হযরত আয়শা (রা:) বর্ণিত হাদিসটি বেশ শক্তিশালী। "হযরত মাসরুক (রা:) হযরত আয়শা (রা:) কে জিজ্ঞাসা করেনঃ হে উম্মুল মুমিনীন! মুহাম্মদ (সা:) কি তাঁর মহিমান্বিত প্রতিপালককে দেখেছেন? উত্তরে আয়শা (রা:) বলেনঃ সুবাহানাল্লাহ! তোমার কথা শোনে আম...