Posts

Showing posts from 2023

হাদিস কি ওহী?

প্রশ্নঃ হাদিস কি ওহী? উত্তরঃ হাদিস ওহী নয়। হাদিসকে ওহী বা গাইরে ওহী বলাটা এক প্রকার অজ্ঞতা। হাদিসকে আল্লাহর সম্মতি মূলক বা তাকরীরি ওহী বলা যেতে পারে। কেননা রাসূল সাঃ এর যেসকল কথা, কাজ ও ইচ্ছায় আল্লাহর সম্মতি ছিল বা ওহী নাযিল করে অসম্মতি জানাননি সেইসকল কথা, কাজ ও ইচ্ছা বা সমর্থনকে তাকরীরি ওহী বলা যায়। আমাদের কাছে গ্রন্থ আকারে থাকা হাদিস কুরআনের মতো বিশুদ্ধ নয়। যেহেতু এগুলো কুরআনের মতো করে সংরক্ষণ করা হয়নি কিংবা পরবর্তীতে সংরক্ষণের সময় কুরআনকে মানদণ্ড হিসেবে গ্রহণ করেনি। তাই সবগুলো হাদিসই সহীহ এমনটা বলা যায়না। অদৃশ্য বা পূরবেকার যেসব কথা রাসূল সাঃ দেখেনি এমন বিষয়ে যেসকল কথা আমরা হাদিসের নামে পাই, তা মিথ্যা। কেননা এইসব তো ওহী বা গায়েবের সাথে সম্পরকিত। ওহী হলে কুরআনে থাকবে আর রাসূলুল্লাহ সাঃ তো গায়েব জানতেন না। আমার কথা হলো, অদৃশ্য বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হওয়া ছাড়া তিনি সাঃ বলতে পারতেন না। আর ওহী নাযিল হলে অবশ্যই আমরা কুরআনে পাবো। কুরআনের বাহিরে হাদিসের নামে যেসকল অদৃশ্য কথা আমরা পাই, তা আসলে হাদিস নয়। বরং এইসব মানুষের বানানো রূপকথার গল্প। আসুন, হাদিস গ্রহণের ক্ষেত্রে অবশ্যই...

Why didn’t he defend himself?

Image
One of the convert to Islam says I was walking with my child and we passed a statue of Christ near the church. My son asked me who is this, Baba? I told him this is the Son of God and he is our God  He told me why he was crucified with wounds on his body and his appearance weak. I pity him  I told him he was crucified because the criminals who do not believe in him did this to him  My son said to me, why did his father not defend him or he defended himself because he is a powerful God  I told him God chose that to atone for our sins, because when he accepted the crucifixion of his son, his crucifixion was a sacrifice for us and an atonement for our sins.  He said to me, “O my father, do you accept that I be crucified and tortured for someone’s sake, and you are able to defend me?” I said, “Of course not.”  My son said, How could God be pleased to do that to his son when he is able to forgive us our sins without torturing his son and making him humiliated by human hands!  This dialogue ...

Why didn’t he defend himself?

Image
One of the convert to Islam says I was walking with my child and we passed a statue of Christ near the church. My son asked me who is this, Baba? I told him this is the Son of God and he is our God  He told me why he was crucified with wounds on his body and his appearance weak. I pity him  I told him he was crucified because the criminals who do not believe in him did this to him  My son said to me, why did his father not defend him or he defended himself because he is a powerful God  I told him God chose that to atone for our sins, because when he accepted the crucifixion of his son, his crucifixion was a sacrifice for us and an atonement for our sins.  He said to me, “O my father, do you accept that I be crucified and tortured for someone’s sake, and you are able to defend me?” I said, “Of course not.”  My son said, How could God be pleased to do that to his son when he is able to forgive us our sins without torturing his son and making him humiliated by human hands!  This dialogue ...

Biography- Abubakar Siddiq

Image
নামঃ আবুবকর সিদ্দিক বিন আব্দুল মালেক আল ইব্রাহিম। ( Abubakar Siddiq Bin Abdul Malak al Ibrahim ) পিতাঃ আব্দুল মালেক বিন আব্দুল আলিম আল ইব্রাহিম। মাতাঃ জাহানারা বেগম। 2021 সালে তুলা একটি সেলফি ভাইবোনঃ কামাল, জামাল, জমির, নূরজাহান, মুহসিন, খুরশিদা, ইলিয়াস, ইব্রাহিম, মিজান। ভাইবোন দশজনের মধ্যে সবার ছোট আবুবকর সিদ্দিক। জন্মঃ 1990 সালের মাঝামাঝি সময়ে জন্মগ্রহণ করেন। জন্মস্থানঃ গ্রাম: মৌলভী পাড়া, ইউনিয়ন: চরলক্ষা, উপজেলা ও থানা: বন্দর / পটিয়া (বর্তমান কর্ণফুলী) জেলা: চট্টগ্রাম, দেশ: বাংলাদেশ। দুবাই, নাইফ পুলিশ স্টেশনের নিকটে April 2023 Dubai Mall April 2023 Dubai Mall 2023 Deira Dubai ঈদের সালাতের পূর্বে। প্রাথমিক জীবনঃ জন্মের দ্বিতীয় বছরের প্রথম দিকে 'মা' মারা যান এবং মায়ের মৃত্যুর এক বছরের মধ্যে বাবাও মারা যান। এরপর ছোট্ট দুধের বাচ্চাটিকে পালক নেওয়ার জন্য অনেকেই আসে। কিন্তু বড় ভাবি (জনাবা খাতুন) পালক দিতে অস্বীকৃতি জানাই। এরপর থেকেই ভাইবোন ও বড় ভাবির ছায়ায় বড় হতে থাকে। বোন দুটির বিয়ে হয়ে গেলে মা হারা ছোট ছেলেটির একচ্ছত্র অবিভাবক হয়ে পড়েন বড় ভাবি। ...