প্রশ্নঃ কবর উচু করে বাঁধানো, পাঁকা করা, গম্বুজ করা ইত্যাদি কর্মগুলো কি জায়েজ? _________________ পাকা কবর যা ইসলামে নিষিদ্ধ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য! সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ট মহামানব,সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মাদ (সাঃ), তাঁর পরিবার এবং তাঁর সকল সাহাবীর উপর। . বর্তমানে অনেক মুসলিম কবর পাকা করেন। বিশেষত আলেম উলামা ও বুজুর্গগণের কবর পাকা করাকে বিশেষ সাওয়াবের কাজ মনে করেন। এসকল বিষয়ে ইসলামের হুকুম কি এবিষয়ে পর্যালোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ্! ______ . ❑ কবর পাকা করা, চুনকাম, কবরে লেখা নিষিদ্ধ। . কারো কবর পাকা বা বাঁধালে কোনোরূপ ফযীলাত হবে, বা তাঁর প্রতি সম্মান প্রদর্শন হবে, অথবা নূন্যতম পক্ষে তাঁর কবরকে হেফাজত করা হবে এই মর্মে একটি কথাও হাদীসে বলা হয় নি। উপরন্তু হাদীসে কবর পাকা করতে নিষেধ করা হয়েছে: যাবির ইবনু আব্দুল্লাহ রা. বলেন : “রাসুলুল্লাহ সা. কবর চুনকাম করতে, কবরের উপর বসতে এবং কবরের উপর ইমারত বা ঘর বানাতে নিষেধ করেছেন।” [ সহীহ মুসলিম, কিতাবুল জানাইয, হা/১৬১০] . অন্য হাদীসে আবু সাঈদ খুদরী রা. বলেছেন : নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ...