আমরা তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি।
এই আয়াত যখন আমরা সালাতে পড়ি, তখন আমরা দুটি বিষয়ে আল্লাহর নিকট উপস্থাপন করি।
1/ হে আল্লাহ্! আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি।
2/ হে আল্লাহ্! আমরা শুধুমাত্র তোমার নিকট সাহায্য প্রার্থনা করি।
এই দুটি বিষয়ে আমরা মুসলিমরা কখনো আর কাউকে শরীক করিনা।
যদিও কিছু মুসলিম ভাই বোন দ্বিতীয়টির ক্ষেত্রে বিভিন্ন পীর, মাজার ইত্যাদির স্বরণাপন্ন হয়। তাদের এই কথা বুঝতে কষ্ট হয় যে, ইবাদতের ক্ষেত্রে যেমন একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করি। ঠিক তেমনি, সাহায্য প্রার্থনা করার ক্ষেত্রেও একনিষ্ঠ ভাবে আল্লাহর নিকট করতে হবে।
এখানে কোন যুক্তি তর্ক আদৌ গ্রহণযোগ্য নয়। আশা করি, সচেতন মুসলিম ভাই ও বোনেরা সংক্ষিপ্ত এই আলোচনা থেকে কিছু শিক্ষা অর্জন করেছেন।
আবুবকর সিদ্দিক।
Comments
Post a Comment