মিলাদুন্নবী ও সূরা আহযাবের 56 নং আয়াত:

পুরো কুরআনে হাজার হাজার আয়াত
নাকি আছে যা মীলাদ করার পক্ষে দলীল
বহন করছে । জানতে চাইলাম শুধু
একটা আয়াত দিন ।
জবাবে আমাকে সুরা আহযাবের ৫৬ নং-
আয়াতটি পেশ করা হল। আয়াতটির অনুবাদ
করা হল এভাবে যে, "নিশ্চয়ই আল্লাহ
এবং ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ
তথা মীলাদ পাঠ করে থাকেন ।
হে ইমানদারগণ ! তোমরাও নবীর প্রতি দরুদ
(মীলাদ) ও সালাম পেশ করো ।
এখানে নাকি দরুদ দ্বারা মীলাদ
বুঝানো হয়েছে!!!!!!!!
আয়াতে "ইউছল্লুনা"- ক্রিয়াটি আছে ।
যার মুলধাতু হল "ছলাত" । ছলাত মানে হল
দরুদ বা মীলাদ পাঠ করা !!! এটাই তাদের
ধারণা ।
আসুন আমরা তাফসির বিল মাসুর
বা হাদীছ ভিত্তিক তাফসির হতে উক্ত "
ছলাত"-শব্দটির অর্থ জেনে নেই ।
ছলাত শব্দটি ফেরেশতাদের প্রতি নিসবত
করলে ক্ষমা তথা ইসতিগফার এর অর্থ বহন
করে ।
ছলাত শব্দটি রবের প্রতি নিসবত
করলে "রহমত" অর্থ বহন করে । আর এটাই
ঠিক । এর পক্ষে অসংখ্য আয়াত
এবং হাদীছ বিদ্যমান । যেমনঃ
ক.তিনিই ,যিনি তোমাদের (মুমনিদের )
প্রতি ছলাত বর্ষণ করেন । (সুরা আহযাব,
আয়াত নং-৪৩)
খ. নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণ
প্রথম কাতারের মুছল্লীদের উপরে ছলাত
তথা রহমত,দুআ করেন । { আবু দাউদ,হা/ ৬৬৪}
গ. আমরা তাশাহহুদে দরুদ পড়ি । যার
অর্থঃ হে আল্লাহ তুমি মুহাম্মাদের
প্রতি ছলাত (রহমত) পেশ করো । এবং তার
পরিবারের প্রতি ছলাত ( রহমত) বর্ষণ
করো । যেমন ভাবে তুমি ইবরাহীমের
প্রতি ছলাত বর্ষণ করেছো তথা রহমত
করেছো..........
ঘ.ফেরেশতা এমনকি পিপড়া ও মাছ
পর্যন্তও ইলম শিক্ষাদানকারীর জন্য
ছলাত (দুআ,মাগফেরাত কামনা ) পেশ
করেন । {মিশকাত,হা/ ২১৩}
এক্ষণে আয়াতটির অর্থ হলঃ নিশ্চয়ই
আল্লাহ নবীর প্রতি রহমত বর্ষণ করেন ।
এবং ফেরেশতাগণ তার জন্য দুআ করেন ।
হে মুমিনগণঃ তোমরা নবীর রহমতের
তরে দুআ এবং সালাম পেশ করো ।
{আহযাবঃ ৫৬}
এবার আপনি ক হতে ঘ পর্যন্ত
যতগুলি স্থানে ছলাত
শব্দটি এসেছে সবখানেই মীলাদ
শব্দটি বসিয়ে দিন । দেখি তো কি অর্থ
আসে!!!!
কমেন্টে আপনারা জানাতে পারেন ।
Ahmadullah Saidpury

Comments

  1. তুমি নবী সাঃ কেঁ
    কি ভাবে সালাম দাও????

    ReplyDelete
    Replies
    1. ভাই আত্তাহিয়্যাতুর মধ্যেই সালাম পেশ করা হয়

      Delete
  2. উক্ত আয়াত দ্বারা মীলাদুন্নবী সা: এর দলিল সাব্যস্ত হয়। যতই মীলাদের বিপক্ষে যুক্তি দাড় করাও না কেন মিলাদের জন্য সুরা আহযাবের ৫৬ নাম্বার আয়াতই যথেষ্ট।

    ReplyDelete
    Replies
    1. স্যার,
      সুরা আহযাবের এই ৫৬ নং আয়াত কি সাহাবারা জানতেন না? কই তাঁরা তো আমাদের মিলাদ পন্থিদের মতো করে মিলাদ কিয়াম করেন নি। করেছেন কি? দলিল থাকলে একটি সহি / জাল হাদিস দেন। আর মিলাদ করার জন্য কুরআনের ভুল ব্যখ্যা দিয়েন না।আল্লাহ সুবহানাহু তাআলা সবাই কে নেক জ্ঞান দান করুন। আমিন।

      Delete

Post a Comment

Popular posts from this blog

Application for permission to visit National Museum.

ইবাদতে মাইকের ব্যবহার নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসন (প্রথম পর্ব)

রাসূল (সা) প্রতি সোমবারে রোজা রাখতেন কেন?

সৈয়দ আব্দুল কাদের জিলানী (রা) এর সংক্ষিপ্ত জীবনীঃ