ঈমানকে বিশুদ্ধ রাখার জন্য যা করবেন এবং যা করবেন না।
ঈমানকে বিশুদ্ধ রাখার জন্য যা করবেন এবং যা করবেন না। ঈমান বিশুদ্ধ রাখতে Iman bishuddho rakhte => যা করবেনঃ 1/ আল্লাহর উপর অবিচল বিশ্বাস রাখবেন। 2/ সবসময় আল্লাহর জিকির করবেন। 3/ আনন্দ, খুশির সংবাদে শুধুমাত্র আল্লাহর প্রসংশা করবেন। 4/ দুঃখ বেদনায় আল্লাহর উপর ভরষা করবেন। 5/ বিপদ আপদে শুধুমাত্র আল্লাহর নিকট সাহায্য চাইবেন। 6/ সকল নেক আমল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করবেন। 7/ তাওহিদ ও শিরক সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবেন। 8/ কোরআন হাদিস বুঝে পড়বেন। 9/ তাওহিদ ও শিরকের বিষয়ে সচেতন এমন বক্তাদের ওয়াজ শোনবেন। 10/ সামাজিক বিভিন্ন কুসংস্কার থেকে বিরত থাকবেন। 11/ জানা-শোনা শিরক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং অজ্ঞতাবশত করা শিরকের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইবেন। => যা করবেন নাঃ 1/ আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করবেন না। 2/ আল্লাহ ছাড়া আর কারও নিকট সাহায্য চাইবেন না। 3/ কোন পীর আউলিয়া তথা গাইরুল্লাহর নামে মান্নত করবেন না। 4/ আল্লাহ ছাড়া আর কাউকে সিজদাহ করবেন না। 5/ মাজারে বা দরগাহে যাবেন না। 6/ আল্লাহর শানে ব্যবহারিত শব্দ ও কথা অন্য কারও শানে ব্যবহার করবেন না। 7/ আল্লাহর নিকট ...