ঈমানকে বিশুদ্ধ রাখার জন্য যা করবেন এবং যা করবেন না।
ঈমানকে বিশুদ্ধ রাখার জন্য যা করবেন এবং যা করবেন না।
=> যা করবেনঃ
1/ আল্লাহর উপর অবিচল বিশ্বাস রাখবেন।
2/ সবসময় আল্লাহর জিকির করবেন।
3/ আনন্দ, খুশির সংবাদে শুধুমাত্র আল্লাহর প্রসংশা করবেন।
4/ দুঃখ বেদনায় আল্লাহর উপর ভরষা করবেন।
5/ বিপদ আপদে শুধুমাত্র আল্লাহর নিকট সাহায্য চাইবেন।
6/ সকল নেক আমল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করবেন।
7/ তাওহিদ ও শিরক সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবেন।
8/ কোরআন হাদিস বুঝে পড়বেন।
9/ তাওহিদ ও শিরকের বিষয়ে সচেতন এমন বক্তাদের ওয়াজ শোনবেন।
10/ সামাজিক বিভিন্ন কুসংস্কার থেকে বিরত থাকবেন।
11/ জানা-শোনা শিরক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং অজ্ঞতাবশত করা শিরকের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইবেন।
=> যা করবেন নাঃ
1/ আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করবেন না।
2/ আল্লাহ ছাড়া আর কারও নিকট সাহায্য চাইবেন না।
3/ কোন পীর আউলিয়া তথা গাইরুল্লাহর নামে মান্নত করবেন না।
4/ আল্লাহ ছাড়া আর কাউকে সিজদাহ করবেন না।
5/ মাজারে বা দরগাহে যাবেন না।
6/ আল্লাহর শানে ব্যবহারিত শব্দ ও কথা অন্য কারও শানে ব্যবহার করবেন না।
7/ আল্লাহর নিকট দোয়া প্রার্থনায় কোন ব্যক্তি বিশেষের উসীলা ধরবেন না।
8/ আল্লাহর প্রসংশা করার সময় আর কারও প্রসংশা করবেন না।
9/ কোন ব্যক্তি বিশেষের অতিরিক্ত প্রসংশা করবেন না।
10/ আল্লাহর বিশেষ গুণ ও ক্ষমতায় আর কাউকে শরীক করবেন না।
যেমনঃ গায়েবের মালিক একমাত্র আল্লাহ, কেউ যদি মনে করে, নবীজি সাঃ গায়েব জানতেন (নাউযুবিল্লাহ) তবে এটা আল্লাহর ক্ষমতায় শরীক করা হলো।
11/ আল্লাহর নাম ছাড়া আর কারও নামে জিকির করবেন না।
12/ আল্লাহর নাম ছাড়া আর কারও নামে কোন কিছু শুরু করবেন না এবং জবাই করবেন না।
13/ শির্কে লিপ্ত এমন ব্যক্তিদের ওয়াজ শোনবেন না।
14/ মিলাদ, গাউসিয়া, ওরশ ইত্যাদি বিদাতি অনুষ্ঠানে যাবেন না।
15/ তাবিজ ব্যবহার করবেন না।
আশা করি উপরোক্ত বিষয় যথাযথ আমল করলে ইন্সাআল্লাহ আপনি আপনার ঈমানকে বিশুদ্ধ তথা শিরক থেকে বাঁচিয়ে রাখতে পারবেন।
মনে রাখবেন, শিরক হচ্ছে সেই পাপ যে পাপের কোন ক্ষমা নেই। কেউ যদি শিরক ছাড়া পাহাড় সমান পাপের বোঝা নিয়েও হাশরের ময়দানে উপস্থিত হয়, তবে আল্লাহ চাইলে তাকে জান্নাত দিবেন।
আর কেউ যদি শিরক করে পাহাড় সমান পুণ্যের বোঝা নিয়ে হাশরের ময়দানে উপস্থিত হয়। তবে তার সে আমল কোন কাজে আসবেনা।
আল্লাহ আমাদের বুঝার ও মানার তাওফিক দিক - আমিন।
লেখকঃ আবুবকর সিদ্দিক।
চাইলেই আমার এই গুরুত্বপূর্ণ দাওয়াতি লেখাটি সিনারি হিসেবে ঘরের দেওয়ালে রাখতে পারেন কিংবা রিফলেট হিসেবে বিতরণ করতে পারেন।
মূল ইডিটেড ছবির ডাউনলোড লিংক দিলাম।
ডাউনলোড করার সময় Gmail account login থাকতে হবে। click on Link
Comments
Post a Comment