#সুফিবাদ কি ইসলাম ধর্মের অংশ? Sufism and Islam
#সুফিবাদ কি ইসলাম ধর্মের অংশ?
Is sufism part of Islam?
সুফিবাদ হচ্ছে খিচুড়ি মার্কা এক ধর্ম বিশ্বাসের নাম। বস্তুত এরা নিজেদের মুসলিম বা ইসলামের অনুসারী দাবি করলেও বিশ্বাস, ইবাদাত ও সংস্কৃতিতে বিভিন্ন ধর্ম যেমন, ইসলাম, শিয়া, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টধর্ম নিয়ে ঘটিত আলাদা একটি ধর্ম। অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণের সাথে সাথেই তাদের পূর্বের ধর্ম ও ইসলাম ধর্মের সংমিশ্রণে এই সুফিবাদের সৃষ্টি। (উল্লেখ্য নতুন মুসলিমদের মধ্য যারা বিভিন্ন ধর্মীয় সংস্কারকের সংস্পর্শে এসে কোরআন হাদিসের দাওয়াত গ্রহণ করে, তারাই পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করে) এই ধর্মের অনুসারীদের সাথে অন্যান্য ধর্মের লোকদের মিল থাকায় শিয়া, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অধ্যুষিত এলাকা গুলোতেও এরা নিরাপদ। হিন্দুরা যেমন মূর্তি কেন্দ্রিক বিভিন্ন আচার অনুষ্ঠান করে, ঠিক তেমনি সুফিবাদের অনুসারীরাও মাজার কেন্দ্রিক আচার অনুষ্ঠান করে থাকে। তাদের আচার অনুষ্ঠানে ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের অনুসারীদের অংশগ্রহণ করতে দেখা যায়। পৃথিবীর সব দেশেই সুফিবাদের দেখা মিলে। সৌদি আরব, কাতার, ডুবাই সহ কয়েকটি আরবের দেশে এদের সংখ্যা একেবারেই কম হলেও আরবের শিয়া অধ্যুষিত দেশ গুলোতে এদের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মধ্যে আহলে হাদিস, সালাফি, জামাতে ইসলাম ও কওমি ছাড়া বাকি সব দলই সুফিবাদ দ্বারা প্রভাবিত। তবে সুফিবাদের পক্ষে সরাসরি অবস্থান গ্রহণ করেছে কথিত আহলে সুন্নত ওয়াল জামাত নামক সুন্নি সংগঠন ও তার অনুসারী। কওমিদের মাজার কেন্দ্রিক মতবাদ দেখা না গেলেও পীর কেন্দ্রিক অংশে সুফিবাদের কিছু কিছু কার্যক্রম দেখা মেলে। যেমনঃ চরমোনাই। আমাদের দেশের বাউল সম্প্রদায় সুফিবাদের অংশ।
সুফিবাদের বিশ্বাসঃ সুফিবাদের অনুসারীরা আল্লাহ, রাসুল, আখিরাতে বিশ্বাসী হলেও এদের মধ্য প্রচুর শির্কী বিশ্বাস ও কর্মকান্ড দেখা যায়। এরা নিজেদের মুহাম্মদ সাঃ এর অনুসারী দাবি করলেও বাস্তবে এবং দাবিতে বিভিন্ন তরিকাবন্ধি।
ইবাদাতঃ মুসলিমদের সব ইবাদাত কর্মে তাদের বিশ্বাস থাকলেও আমলের দিকে একেবারেই কম। তাদের মধ্যে ইসলামের মৌলিক জ্ঞান রাখেনা এমন মানুষ ছাড়াও মদ, জোয়া, গাজা, হুককা, ইয়াবা ইত্যাদি নেশাগ্রস্ত লোকদের সংখ্যা বেশি দেখা যায়।
উৎসবঃ মুসলিমদের উৎসব ছাড়াও তাদের মধ্যে আরও কিছু উৎসব দেখা যায়। যেমনঃ ঈদে মিলাদুন্নবী, ওরশুন্নবী, ওরশ শরিফ, গেয়ারু শরীফ, গাউসিয়া শরিফ, ফাতেহায়ে ইজদাম ইত্যাদি। উৎসবের সময় তারা (সেমা) গান বাজনার আয়োজন করে। উৎসব উপলক্ষে গরু, মহিষ, ছাগল ইত্যাদি পশু জবাই করে। আল্লাহ এবং সাথে বিভিন্ন নেককার বান্দাদের শানে নারী পুরুষ এক সাথে নাচানাচির মাধ্যমে জিকির করে।
কার্যক্রমঃ এদের মৌলিক কার্যক্রম মাজার ভিত্তিক। এছাড়াও পীর, দরগাহ, দরবার ভিত্তিক এদের কার্যক্রম চালায়।
সুফিবাদের অনুসারীরা বিভিন্ন তরিকায় বিভক্ত। যেমন, কাদেরি, চিশতিয়া, নকশাবন্ধী, মুজাদ্দেদী, মাইজ ভান্ডার সুরশ্বরী, দেওয়ানবাগী ইত্যাদি। তারা তরিকায় বিভক্ত হলেও সবাই একে অপরের সাথে বিশ্বাস ও কর্মকান্ডে এক ও অভিন্ন।
সুফিবাদী ধর্মের অনুসারীরা ইসলাম ধর্মের অনুসারীদের ওহাবী বলে থাকে। মূলত দুনিয়ার সকল অমুসলিম ইসলাম ধর্মের অনুসারীদের ভয় করে থাকে এবং নিজেদের ধর্মের জন্য হুমকি মনে করে।
নিচের ভিডিও link হতে তাদের একটু পরিচিত স্বচক্ষে দেখতে পারেন। মনে রাখবেন, ভিডিও গুলো বিনোদনের জন্য নয়। শিক্ষা নেওয়ার জন্য। দেখবেন কিভাবে সুফিবাদী সুন্নী ও শিয়ারা পবিত্র ধর্ম ইসলামকে জাহেলিয়াত দিয়ে ডেকে দিচ্ছে।
Link: Video
লেখকঃ আবুবকর সিদ্দিক। 16/02/2022
Comments
Post a Comment