শিরক থেকে বাঁচার দোয়া / Blessing to be saved from known and unknown Shirk


শিরক থেকে বাঁচার দোয়া / Blessing to br saved from known and unknown Shirk.
শিরক থেকে বাঁচার দোয়া / Blessing to br saved from known and unknown Shirk.


আল্লাহর সঙ্গে সব ধরনের ছোট-বড় জানা-অজানা শিরক থেকে বেঁচে থাকতে তাঁরই কাছে আশ্রয় কামনার দোয়া শিখিয়েছেন স্বয়ং বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলো-
اَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكَ اَنْ أُشْرِكَ بِكَ وَ اَنَا أَعْلَمُ وَاَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু ওয়া আসতাগফিরুকা লিমা লা আলামু। (মুসনাদে আহমাদ) Reciting (তেলাওয়াত) link
অর্থঃ হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই জেনে তোমার সঙ্গে শিরক করা থেকে এবং তোমার কাছে ক্ষমা চাই যা আমার জানা নাই তা থেকেও।

I mentioned hadith about that Dua in Bangla, Arabic and English... please follow below..
Bangla ---------------------------------------------------->
মাকিল ইবনু ইয়াসার (রাঃ) বলেন, তিনি আবূ বকর (রাঃ)-এর সাথে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসেছিলেন। তিনি বললেন, হে আবু বকর, শিরক আপনার সম্প্রদায়ের মধ্যে পিঁপড়ার চলাফেরার চেয়েও নিঃশব্দে (গোপনে) প্রবেশ করে। আবু বকর জিজ্ঞেস করলেন, আল্লাহর সাথে শরীক করা ছাড়াও কি এক প্রকার শিরক আছে? রাসুল (সাঃ) বললেন, “যার ক্ষমতায় আমার প্রাণ আছে তার কসম, পিঁপড়ার চলাফেরার চেয়ে শিরক অনেক বেশি গোপন। আমি কি তোমাদের এমন কিছু শিক্ষা দেব না যা বললে ছোট বা বড় (শিরক) দূর হয়ে যাবে? " অতঃপর তিনি বললেন, "হে আল্লাহ বলুন! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি জানি যে, আমি আপনার সাথে কাউকে শরীক করব না এবং আমি যা জানি না তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই।"
Arabic ---------------------------------------------------->
حَدَّثَنَا عَبَّاسٌ النَّرْسِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ‏:‏ حَدَّثَنَا لَيْثٌ قَالَ‏:‏ أَخْبَرَنِي رَجُلٌ مِنْ أَهْلِ الْبَصْرَةِ قَالَ‏:‏ سَمِعْتُ مَعْقِلَ بْنَ يَسَارٍ يَقُولُ‏:‏ انْطَلَقْتُ مَعَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ‏:‏ يَا أَبَا بَكْرٍ، لَلشِّرْكُ فِيكُمْ أَخْفَى مِنْ دَبِيبِ النَّمْلِ، فَقَالَ أَبُو بَكْرٍ‏:‏ وَهَلِ الشِّرْكُ إِلاَّ مَنْ جَعَلَ مَعَ اللهِ إِلَهًا آخَرَ‏؟‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَلشِّرْكُ أَخْفَى مِنْ دَبِيبِ النَّمْلِ، أَلاَ أَدُلُّكَ عَلَى شَيْءٍ إِذَا قُلْتَهُ ذَهَبَ عَنْكَ قَلِيلُهُ وَكَثِيرُهُ‏؟‏ قَالَ‏:‏ قُلِ‏:‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لا أَعْلَمُ‏.

حَدَّثَنَا عَبَّاسٌ النَّرْسِيُّ، قَالَ‏: ‏ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ‏: ‏ حَدَّثَنَا لَيْثٌ قَالَ‏: ‏ أَخْبَرَنِي رَجُلٌ مِنْ أَهْلِ الْبَصْرَةِ قَالَ‏: ‏ سَمِعْتُ مَعْقِلَ بْنَ يَسَارٍ يَقُولُ‏: ‏ انْطَلَقْتُ مَعَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ‏: ‏ يَا أَبَا بَكْرٍ، لَلشِّرْكُ فِيكُمْ أَخْفَى مِنْ دَبِيبِ النَّمْلِ، فَقَالَ أَبُو بَكْرٍ‏: ‏ وَهَلِ الشِّرْكُ إِلاَّ مَنْ جَعَلَ مَعَ اللهِ إِلَهًا آخَرَ‏؟‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏: ‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَلشِّرْكُ أَخْفَى مِنْ دَبِيبِ النَّمْلِ، أَلاَ أَدُلُّكَ عَلَى شَيْءٍ إِذَا قُلْتَهُ ذَهَبَ عَنْكَ قَلِيلُهُ وَكَثِيرُهُ‏؟‏ قَالَ‏: ‏ قُلِ‏: ‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لا أَعْلَمُ‏.‏
English ---------------------------------------------------->
Maqil bin Yasar (ra) said that he came to the Prophet (ﷺ) with Abu Bakr (ra). He said, "O Abu Bakr, polytheism enters your people more quietly (secretly) than the movement of ants." Abu Bakr asked, "Is there a kind of polytheism besides associating anything with Allah?" The Prophet (ﷺ) said," By him who has my life in his power, polytheism is more concealed than the movement of ants. Shall I not teach you something which if you say will eliminate minor or major (polytheism)?" He then said, "Say `O Allah! I seek refuge in you lest I associate anything with you while I know it, and I seek your forgiveness for what I do not know.’"

Al-Adab Al-Mufrad 716
Hadis Source

اَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكَ اَنْ أُشْرِكَ بِكَ وَ اَنَا أَعْلَمُ وَ اَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ
জানা অজানা শিরক থেকে বাঁচার দোয়া।

Blessing to be saved from known and unknown Shirk
Blessing to be saved from known and unknown Shirk

Comments

Popular posts from this blog

Application for permission to visit National Museum.

মিলাদুন্নবী ও সূরা আহযাবের 56 নং আয়াত:

ইবাদতে মাইকের ব্যবহার নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসন (প্রথম পর্ব)

রাসূল (সা) প্রতি সোমবারে রোজা রাখতেন কেন?

সৈয়দ আব্দুল কাদের জিলানী (রা) এর সংক্ষিপ্ত জীবনীঃ