আব্দুল্কাদের জিলানী (রা)এর মাজার   নামঃ  সৈয়দ শেখ আব্দুল কাদির জিলানী (রাঃ)। পুরো নাম আল-সাইয়িদ মহিউদ্দীন আবু মুহাম্মদ আব্দুল কাদির আল-জিলানী আল-হাসানী ওয়াল-  হুসাইনী।   জন্ম :  ২৯ শে শাবান ৪৭০ হিজরী সালে, ফার্সিয়া দেশে (বর্তমান ইরান) জিলানী জেলার নাঈফ শহরে জন্ম গ্রহণ করেন।   পিতা মাতা :  তার পিতার নাম সৈয়দ আবু সালেহ মুসা আল হাসানি এবং তার মায়ের  নাম সায়্যিদা উম্মুল খায়ের ফাতেমা। তারা দুজনই যথাক্রমে মুহাম্মদ (সা) এর  দৌহিত্র ইমাম হাসান ও হোসাইন (রা) এর বংশধর।   সন্তান :  দাম্পত্য  জীবনে তার মোট সন্তান ছিল ১৫ জন। তার মধ্যে ৪ জন কন্যা সন্তান এবং ১১ পুরুষ  সন্তান। মেয়েদের নাম : মদিনা,সাদিকা, মু'মিনাহ, মাহবুবা।  পুত্র সন্তান সমূহ : সাফিউদ্দীন, শরীফুদ্দীন, আবুবকর, সিরাজুদ্দীন, ইয়াহয়িয়া,মুস   া,মুহাম্মদ, ইব্রাহিম, আব্দুল্লাহ,আব্দ ুর রহমান, আবু নাসির মুসা।   উপাধী :  • সৈয়দ (সাম্মানিত)  • শাইখ("নেতা")  • আব্দ আল-কাদির ("সর্বময় ক্ষমতার গোলাম")  • আল-জিলানী ("একজন যিনি গিলান থেকে এসেছেন")  • মুহায়ি’দ-দ্বীন  ("ধর্ম পুনরায় জীবত কারক")  • আবু ...
 
Comments
Post a Comment