ইবাদতে মাইকের ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব!! প্রশ্নঃ ইবাদতে মাইক ব্যবহার করলে কি শিরিখ হয়? যদি না হয়,তবে যারা বলে ইবাদতে মাইক ব্যবহার করলে শিরিখ হয়,তাদের নিম্নক্ত দলিলের সঠিক ব্যখ্যা কি? আল্লাহ বলেন , ( ﺍﻟﻠﻪ ﻭﻻ ﺗﺸﺮ ﻛﻮﺍﺑﻪ ﺷﻴﺌﺎ ( ﺍﻟﻨﺴﺎﺀ ﻭﺍﻋﺒﺪﻭ " আর তোমরা আল্লাহর ইবাদত কর , আর তার সাথে কোনো বস্তুকে শরীক করোনা" (আলকোরান , সুরা নিসা , আয়াত :০৪/৩৬)। ( ﺍﻟﻜﻬﻒ ) ﻭﻻ ﻳﺸﺮﻙ ﺑﻌﺒﺎﺩﺕ ﺭﺑﻪ ﺍﺣﺪﺍ " এবং সে যেন আপন প্রতিপালকের ইবাদতে অন্য কাউকে শরীক না করে"(আলকোরান , সূরা আহকাফ , আয়াতঃ ১১০)। পবিত্র কোরআনের এই আয়াত গুলোতে যেহেতু আল্লাহর ইবাদতে অন্য কোনো বস্তুকে শরীক করা নিষিদ্ধ করা হয়েছে সেহেতু আমরা কিছুতেই মাইক নামক বস্তুটি ইবাদতে শরীক করতে পারবোনা। ........আল্লাহর ইবাদতে মাইক ব্যবহার করা কোন ক্রমেই জায়িয নহে বরং ইহা জগন্যতম শিরকের আকবর। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা , বাংলদেশ কর্তৃক প্রকাশিত , ২০০৫ শিক্ষাবর্ষের নবম -দশম শ্রেণীর ' ইসলাম- শিক্ষা ' গ্রন্থের চতুর্থ পৃষ্ঠার শিরক অনুচ্ছেদে উল্লেখ...