শেখ মুজিবকে বাংলার নবী দাবি করলো আওয়ামিলীগ !

শেখ মুজিবকে নবী দাবি করলো আওয়ামিলীগ
------
আওয়ায়ামীলীগের অফিসিয়াল ফেইসবুক পেইজ https://youtu.be/3TBUFS9WYDU  থেকে শেখ মুজিবকে "বাংলার নবী" সম্বোধন করা হয়েছে। ইংরেজিতে লেখা গতকালের ঐ পোস্টিতে বলা হয় "Secularism wore the veil of full-stop when the Prophet of Bengal, Sheikh Mujib was crucified".
অর্থাৎ " সেক্যুলারিজম বা ধর্ম নিরেপেক্ষতা পরিপুর্ণ ঘোমটা পরিধান করেছিল, যখন "বাংলার নবী" শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল।" নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, পরিকল্পিতভাবে Killed এর স্থলে Crucified বলা হয়েছে আরেকটু ধর্মীয় আবেশ তৈরির জন্য।
---
এর মাধ্যমে একদিকে সেক্যুলারিজমকে একটি ধর্ম হিসেবে স্বীকার করে নেয়া হয়েছে, অন্যদিকে বাংলাদেশে তার নবী হিসেবে শেখ মুজিবকে উল্লেখ করা হয়েছে।
সূত্রঃ কমরেড় ফারুক (fb user)

Comments

Post a Comment

Popular posts from this blog

Application for permission to visit National Museum.

মিলাদুন্নবী ও সূরা আহযাবের 56 নং আয়াত:

ইবাদতে মাইকের ব্যবহার নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসন (প্রথম পর্ব)

রাসূল (সা) প্রতি সোমবারে রোজা রাখতেন কেন?

সৈয়দ আব্দুল কাদের জিলানী (রা) এর সংক্ষিপ্ত জীবনীঃ