এখন থেকে গুগল ম্যাপেও আমাদের এলাকার নাম মৌলভীপাড়া। আলাভি নগর নামটি গুগল ম্যাপে শুধু অতীত।

ইবাদতে মাইক ব্যবহারের বিরোধিতা করে আমাদের এলাকায় নতুন একটি দলের সৃষ্টি হয়েছে। এই দল আমাদের সমাজের মাইক পন্তীদের নিকট 'নাজায়িয ' নামেও পরিচিত হলেও এরা নিজেদের আহলে সুন্নত ওয়াল জামায়াতের প্রকৃত অনুসারী বলে দাবী করে। যারা মসজিদে মাইক ব্যবহার করে তাদের কাফের বলে ঘোষণা দেয়। এই দলের প্রবর্তক আলতাফুর রহমানকে তার অনুসারীরা উনিশ শতকের মুজাদ্দিদে এবং ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী (রা :) এর বংশধর মনে করেন। যার কারণে তার নামের পিছনে 'আলাভি' শব্দটি সংযুক্ত করে তার অনুসারীরা।
এই আলাভি শব্দটি দিয়ে আমাদের এলাকার নাম "মৌলভীপাড়া" পরিবর্তন করে আলাভি নগর রাখার বৃতা চেষ্টা করে যাচ্ছে।
এর ফল স্বরুপ এরা গুগল ম্যাপে আমাদের এলাকার নাম করে আলাভি নগর। কিন্তু এই নামটি গুগল ম্যাপ থেকে মুছে ''মৌলভীপাড়া / Moulavi Para" করা হয়েছে। এখন থেকে গুগল ম্যাপেও আমাদের এলাকার নাম মৌলভীপাড়া। আলাভি নগর নামটি গুগল ম্যাপে শুধু অতীত।
......ইবনে আব্দুল মালেক।

Comments

  1. তুই আবু বকর না বক্র।জারজ সন্তান, মাদারি।

    ReplyDelete
  2. তুই হাদিয়ে দাজ্জাল।কাফের,মুরতাদ,মুশরিক,মালাউন তুই।সাহস থাকলে তোর ফাতওয়া কুরান মাথায় নিয়ে বল।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Application for permission to visit National Museum.

মিলাদুন্নবী ও সূরা আহযাবের 56 নং আয়াত:

ইবাদতে মাইকের ব্যবহার নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসন (প্রথম পর্ব)

রাসূল (সা) প্রতি সোমবারে রোজা রাখতেন কেন?

সৈয়দ আব্দুল কাদের জিলানী (রা) এর সংক্ষিপ্ত জীবনীঃ