কবর জিয়ারতের নিয়ম কি? (kobor jiyaroter niyom ki?)

কবর জেয়ারতের নিয়ম কী? মৃতদের সালাম দেবো কিভাবে?

----------------------------------------------------------------------
প্রশ্ন: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোকেরা কবরে গিয়ে এবং কবর জেয়ারতে গিয়ে বিভিন্নভাবে সালাম দেয়। কিছু লোক কবরে গিয়ে বসে পড়ে, কান্নাকাটি করে। কিছু লোক কবরে অবস্থান করে। কিছু লোক মৃতদের কাছে মনোবাঞ্ছা পূরণের উদ্দেশ্যে প্রার্থনা করে। কিছু লোক কবরস্থানের পাশ দিয়ে গল্পগুজব করতে করতে হেঁটে চলে যায়, কোনো প্রকার ভ্রুক্ষেপ করেনা। আসলে ইসলামে কবর জেয়ারতের গুরুত্ব ও বিধান কী?
জবাব: ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্নে জবাব হলো:
জান্নাতুল বাক্বি ছবিটি সংগৃহীত

০১. ইসলামের আগে মানুষ কবর পূজা করতো, কবরে সাজদা করতো, সাহায্য লাভের উদ্দেশ্যে কবরে গিয়ে মৃতদের কাছে প্রার্থনা করতো। মূলত এসবই শিরক। তাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমে কবর জেয়ারত নিষিদ্ধ ঘোষণা করেন।
০২. শেষের দিকে মানুষ যখন ইসলামের বিধান পালনে অভ্যস্ত হলো এবং ইসলামি সমাজ গড়ে উঠল, তখন তিনি কবর জেয়ারতের অনুমতি দেন। তিনি বলেন: তোমরা এখন থেকে কবর জেয়ারত করবে। এতে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে।
০৩. তবে তিনি কবরস্তান, কবর যেয়ারত এবং কবরের সাথে আচরণের বিষয়ে বেশ কিছু নিয়ম কানুন এবং বিধিনিষেধ আরোপ করেন।
০৪. রসুলুল্লাহ সা কবর উঁচু করতে, কবরে সৌধ নির্মাণ করতে, কবরে সাজদা করতে এবং মৃতদের কাছে প্রার্থনা করতে সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। এমনকি রসুলুল্লাহ সা আলী রা- কে পাঠিয়ে ইসলামি রাষ্ট্রের সব উঁচু কবর এবং সৌধ নির্মিত কবর মাটির সাথে মিশিয়ে সমান করে দিয়েছেন।
০৫. কবরে বা কবরস্তানে গেলে কবরবাসীকে ইসলামি রীতিতে "আসসালামু অলাইকুম" বলে, অথবা "আসসালামু আলাইকুম হে কবরবাসী" বলে কিংবা "আসসালামু আলাইকুম হে অমুক বা অমুকের পুত্র অমুক" বলে সালাম দেবেন, যেভাবে জীবিতদের সালাম দিয়ে থাকেন। আসসালামু আলাইকুম এর সাথে "ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহু" বললে আরো ভালো।
০৬. তারপর আপনি যদি মৃতদের জন্যে দোয়া করতে চান,
তখন আপনার ও কেবলার মাঝে কবর রেখে দোয়া করবেন। দোয়ায় হাতও উঠাতে পারেন।
০৭. মৃতের জন্যে মাগফিরাত, আল্লাহর রহমত ও তাঁর সন্তুষ্টি চেয়ে দোয়া করবেন। কিন্তু কোনো অবস্থাতেই মৃতের কাছে কিছু চাইবেন না।
০৮. দোয়ায় বা দোয়ার আগে দিয়ে কুরআনের কিছু অংশ তেলাওয়াত এবং রসুল সা এর প্রতি সালাত পাঠ করতে পারেন।
------------------------------
আবদুস শহীদ নাসিম
tag: kobor jiyarot, mrritoke salam, kobor basike salam, grave visit, salam, কবর জিয়ারতের সুন্নাহ, কবর জিয়ারতের দোয়া।

Comments

Popular posts from this blog

Application for permission to visit National Museum.

মিলাদুন্নবী ও সূরা আহযাবের 56 নং আয়াত:

ইবাদতে মাইকের ব্যবহার নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসন (প্রথম পর্ব)

রাসূল (সা) প্রতি সোমবারে রোজা রাখতেন কেন?

সৈয়দ আব্দুল কাদের জিলানী (রা) এর সংক্ষিপ্ত জীবনীঃ