সূরা ফাতিরের ১৯-২২ নং আয়াতের আলোচনা, শিক্ষা ও সারসংক্ষেপঃ আবুবকর সিদ্দিক।

সূরা ফাতিরের ১৯-২২ নং আয়াতের আলোচনা, শিক্ষা ও সারসংক্ষেপঃ আবুবকর সিদ্দিক।


وَ مَا یَسۡتَوِی الۡاَعۡمٰی وَ الۡبَصِیۡرُ - وَ لَا الظُّلُمٰتُ وَ لَا النُّوۡرُ - وَ لَا الظِّلُّ وَ لَا الۡحَرُوۡرُ - وَ مَا یَسۡتَوِی الۡاَحۡیَآءُ وَ لَا الۡاَمۡوَاتُ ؕ اِنَّ اللّٰہَ یُسۡمِعُ مَنۡ یَّشَآءُ ۚ وَ مَاۤ اَنۡتَ بِمُسۡمِعٍ مَّنۡ فِی الۡقُبُوۡرِ

আর অন্ধ ও দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তি সমান নয় - আর সমান নয় ছায়া ও রৌদ্র - আর অন্ধকার ও আলো সমান নয় - আর জীবিতরা ও মৃতরা এক নয়; নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা শুনাতে পারেন, কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শুনাতে পারবে না। (সূরা ফাতিরঃ ১৯- ২২)

কোরান বুঝার জন্য আল্লাহ তায়ালা সুন্দর দৃষ্টান্ত উপস্থাপন করে থাকেন। কোরানে উপরোক্ত আয়াত গুলো যে কথা বুঝানোর জন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছে আল্লাহ তায়ালা তা হলো, মুমিন আর কাফির সমান নয়। যেমনটি অন্ধ ও দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তি, ছায়া ও রৌদ্র, অন্ধকার ও আলো এবং জীবিত ও মৃত ব্যক্তি সমান নয়।
এরপর আল্লাহ তায়ালা নবীজি (সাঃ) কে উদ্দেশ্য করে বলেনঃ হে রাসূল নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা শুনাতে পারেন, অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারেন। কাউকে হেদায়েত করা তুমার কাজ নয়। এরপর আল্লাহ তায়ালা আরও বলেনঃ যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি তাকে শুনাতে পারবে না। অর্থাৎ কবরে থাকা মানুষদের যেমন তুমি কিছুই শোনাতে পারবেনা, ঠিক তেমনিভাবে গোমরাহ ও পথভ্রষ্ট মানুষদের তুমি কিছুই শোনাতে পারবেনা।

শিক্ষা ও সারসংক্ষেপঃ
১/ কাফির ও মুমিন কখনোই সমান নয়।
২/ হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। তিনি যাকে চান হেদায়েতের পথে নিয়ে আসেন।
৩/ নবীজি (সাঃ) চাইলেও কাউকে হেদায়েত করতে পারবেনা।
৪/ জীবিত ও মৃত সমান নয়।
৫/ কবরে থাকা মৃত ব্যক্তি দুনিয়ার কোন কথায় শোনেনা।
আমাদের আশেপাশের অনেক মুসলিমের ঈমান ও দৃষ্টিভঙ্গি এই যে, নবীজি (সাঃ) যখন যা ইচ্ছা করতে পারেন। কবরে থাকা মানুষ দুনিয়ার কথা শোনেন ইত্যাদি ইত্যাদি।
অথচ, আমাদের উচিত কোরান থেকে আমাদের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি শিক্ষা নেওয়া। কোনভাবেই যেন কোরানের বিপরীত কোন বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে সৃ‌ষ্টি না হয়। সে জন্যই কোরান বুঝে পড়া এবং স্পষ্ট আয়াত গুলো হতে ঈমান ও মানহাজ গ্রহণ করা আমদের উচিত।
লেখকঃ আবুবকর সিদ্দিক। ০৯/১১/২০২১

সূরা ফাতির : ১৯-২২ Surah fatir 19-22,
সূরা ফাতিরের ১৯-২২ নং আয়াতের আলোচনা, শিক্ষা ও সারসংক্ষেপঃ আবুবকর সিদ্দিক।

Comments

Popular posts from this blog

Application for permission to visit National Museum.

মিলাদুন্নবী ও সূরা আহযাবের 56 নং আয়াত:

ইবাদতে মাইকের ব্যবহার নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসন (প্রথম পর্ব)

রাসূল (সা) প্রতি সোমবারে রোজা রাখতেন কেন?

সৈয়দ আব্দুল কাদের জিলানী (রা) এর সংক্ষিপ্ত জীবনীঃ