গাওসুল আজম শব্দের অর্থ কি? ইহা কি আল্লাহর গুণবাচক নাম সমুহের একটি? যদি আল্লাহর গুণবাচক নাম না হয় তবে আব্দুল কাদের জিলানী (রহ) কে গাওসুল আজম বল্লে অসুবিধা কি?
গাওসুল আজম শব্দের অর্থ কি?
ইহা কি আল্লাহর গুণবাচক নাম সমুহের একটি?
যদি আল্লাহর গুণবাচক নাম না হয় তবে আব্দুল কাদের জিলানী (রহ) কে গাওসুল আজম বল্লে অসুবিধা কি?
উত্তরঃ َ
ﺧَﻴْﺮُ ﺍﻟﻨَّﺎﺻِﺮِﻳﻦ
• Al-Ghaws al-A'zam
• ("The Supreme Helper")
মহীয়ান/শ্রেষ্ঠতম সাহায্যকারী
ﺃَﻟَﻢْ ﺗَﻌْﻠَﻢْ ﺃَﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻟَﻪُ ﻣُﻠْﻚُ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ ﻭَﺍﻟْﺄَﺭْﺽِ ۗ ﻭَﻣَﺎﻟَﻜُﻢ ﻣِّﻦﺩُﻭﻥِ ﺍﻟﻠَّﻪِ ﻣِﻦ ﻭَﻟِﻲٍّ ﻭَﻟَﺎ ﻧَﺼِﻴﺮ
তুমি কি জানোনা, মহাকাশ ও পৃথিবীর রাজত্ব ও কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহর? এবং তিনি ছাড়া তোমাদের কোনো অলি ও সাহায্যকারী নেই। (আলকোরান, সূরা আল বাকারাহ আয়াত ০২ :১০৭)
ﺑَﻞِ ﺍﻟﻠَّﻪُ ﻣَﻮْﻟَﺎﻛُﻢْ ۖ ﻭَﻫُﻮَ ﺧَﻴْﺮُ ﺍﻟﻨَّﺎﺻِﺮِﻳﻦ
বরং আল্লাহই তোমাদের একমাত্র মওলা এবং তিনিই সর্বোত্তম সাহায্যকারী।
(আলকোরান, সূরা আল ইমরান, আয়াত :০৩/১৫০)
আল্লাহ তোমাদের দুশমনদের সম্পর্কে ভালোভাবেই জানেন। তোমাদের জন্য অলি ও সাহায্যকারী হিসেবে আল্লাহই যতেষ্ট।
(আলকোরান, সূরা নিসা, আয়াত ০৪/৪৫)
আসলে সাহায্য আল্লাহর কাছ থেকেই আসে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাবান।
(আলকোরান, সূরা আল আনফাল, আয়াত : ০৮/১০)
কিন্তু তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রাখো, তোমাদের মওলাতো আল্লাহ। তিনিই উত্তম মওলা ও উত্তম সাহায্যকারী।
(আলকোরান, সূরা আল আনফাল, আয়াত : ০৮/৪০)
মহাকাশ ও পৃথিবীর রাজত্ব ও কর্তৃত্ব একমাত্র আল্লাহর। তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তিনি ছাড়া তোমাদের জন্য আর কোনো অলি ও সাহায্যকারী নেই।
(আলকোরান, সূরা আত তাওবা, আয়াত :০৯/১১৬)
তিনিই তোমাদের মওলা, কতো যে উত্তম মওলা ও উত্তম সাহায্যকারী।
(আলকোরান, সূরা আল হাজ্ব, আয়াত : ২২/৭৮)
তোমরা দুনিয়তেও পালাতে পারবেনা, আসমানেও না। আর আল্লাহ ছাড়া তোমাদের অলি এবং সাহায্যকারীও নেই।
(আলকোরান, সূরা আনকাবুত, আয়াত : ২৯/২২)
তোমরা দুনিয়তে আল্লাহর পাকড়াও থেকে পলায়ন করতে পারবেনা। আল্লাহ ছাড়া তোমাদের না আছে কোনো অলি আর না আছে সাহায্যকারী।
(আলকোরান, সূরা আশ শূরা, আয়াত : ৪২/৩১)।
এসব আয়াত থেকে একথা সুস্পষ্ট যে আল্লাহ ই আমাদের একমাত্র সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী অন্য কেউ নয়। তাছাড়া আব্দুল কাদের জিলানী (র) নিজেকে কখনো গাউসুল আজম বলে তার নাম প্রকাশ করেনি। তার পরবর্তী তার কোনো ছাত্রও তাকে গাউসুল আজম বলে সম্বোধন করেনি। সম্ভবত শিয়া এবং বিদাত ও মাজারপন্তী কিছু মুসলিম অতিভক্তির কবলে পড়ে আব্দুল কাদের জিলানী (র) কে গাউসুল আজম নামে প্রচার করেন।
আশাকরি উত্তর পেয়েছেন।
লেখকঃ আবুবকর সিদ্দিক।
২৬ জুলাই ২০১৬
Comments
Post a Comment