মুকাব্বির, মাইক, ইমাম ও রোবট!

প্রশ্নঃ কিছু মানুষ বলে, মুকাব্বিরের পরিবর্তে যদি মাইক ব্যবহার করে সালাত আদায় করা যায়, তাহলে ইমামের পরিবর্তে রোবট ব্যবহার করলে ক্ষতি কি? তাদের এই প্রশ্নের জবাব দিন।

Mokabbir, Mukabbir, Malik, Imam, Robot.
মুকাব্বির, মাইক, ইমাম ও রোবট

উত্তরঃ চিন্তা শক্তি যেমন প্রশ্নও তেমন হওয়া স্বাভাবিক। ইসলাম সম্পর্কে মুসলিমদের জ্ঞানের এই অপরিপক্ষতার কারণেই মুসলিমদের মাঝে এতো দল ও মতভেদ।
প্রতিদিন যেন মুসলিম বৃদ্ধির চেয়ে দল ও মতভেদ বৃদ্ধি পাচ্ছে বেশি। সুন্নতের (নফল বা মুস্তাহাব পর্যায়ের সুন্নাহের) জন্য মসজিদ পর্যন্ত আলাদা করছে। এই হলো বর্তমান সময়ের মুসলিমদের অবস্থা।
আসুন, এবার প্রশ্নের উত্তরে যায়। আপনি হয়তো জানেন না, সালাতের জন্য মুকাব্বির শর্ত নয়। বরং জামাতে সালাত আদায়ের জন্য উন্নতম একটি শর্ত ইমাম। ইমাম বিহীন জামাত কল্পনাও করা যায়না। অন্যদিকে প্রয়োজনের উপর ভিত্তি করে মুকাব্বির দেওয়া হয়। কিন্তু প্রয়োজন না হলে মুকাব্বির দেওয়া হয়না। মাইকের কথা না হয় বাদ দিলাম, যদি মাইক ছাড়াও মুকাব্বির বিহীন জামাত হয়, তবুও সালাত হয়ে যাবে। তাতে জামাতের কোন ক্ষতি হবেনা। অতঃপর মাইক ব্যবহারের কারণে যদি মুকাব্বির দেওয়া না হয় তাতে সালাতের ক্ষতি হবেনা। কিন্তু ইমামের পরিবর্তে যদি রোবট ব্যবহার করা হয়, তবে সালাতই হবেনা।
যারা সুন্নাহর কথা বলে মাইকের বিরোধিতা করছে তাদের দেখি, সুন্নাহর দোহাই দিয়ে ওয়াজিব সুন্নাহ তরক করতে।
প্রায় সময় শোনি, তারা নাকি হজ্বে গিয়ে জামাতে সালাত আদায় করেনা। অথচ জামাতে সালাত আদায় করা ওয়াজিব, আর মুকাব্বির দেওয়া সুন্নাহ (মুস্তাহাব)। এই হলো তাদের ইসলাম সম্পর্কে জ্ঞানের দৈন্যতা। অতঃপর একটি গল্প দিয়েই উত্তর শেষ করছি,

এক ব্যক্তি মসজিদে গিয়ে দেখল জামাত শুরু হয়ে গেছে। সে জামাতে যোগদানের সময় মাথায় হাত দিয়ে দেখল, মাথায় টুপি নেই। এরপর সে মসজিদের কোথাও টুপি না পেয়ে বাড়িতে টুপির জন্য চলে যায়। আবার এসে দেখে জামাত শেষ।
লক্ষ্য করুন, এখানে লোকটি সুন্নাহর (মুস্তাহাব বা নফল) প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে ওয়াজিব সুন্নাহ ছেড়ে দিয়েছে। এই হলো আজকের দিনের অনেক মানু‌ষের জ্ঞানের অবস্থা।

আল্লাহ সকলকে বুঝার তাওফিক দিক। আমিন।

=> পরিশেষে সকল ভাল কাজই আল্লাহর জন্য।

#tag: ibadote maik, ibadote maiker proyojoniyota, prshnottor porbo, loudspeaker in prayer, loudspeaker in azan, loudspeaker use in mosque.. 
ইবাদতে মাইক, ইবাদতে মাইকের প্রয়োজনীয়তা, প্রশ্নোত্তর পর্ব, ইবাদতে মাইকের ব্যবহার, ইবাদতে মাইকের ব্যবহার নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে।

লেখকঃ এডমিন।

Comments

Popular posts from this blog

Application for permission to visit National Museum.

মিলাদুন্নবী ও সূরা আহযাবের 56 নং আয়াত:

ইবাদতে মাইকের ব্যবহার নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসন (প্রথম পর্ব)

রাসূল (সা) প্রতি সোমবারে রোজা রাখতেন কেন?

সৈয়দ আব্দুল কাদের জিলানী (রা) এর সংক্ষিপ্ত জীবনীঃ