প্রশ্নোত্তরঃ ওহাবী সুন্নি পার্থক্য!
প্রশ্নঃ ওহাবী সুন্নি মতপার্থক্য কি? একটু সহজভাবে বুঝাবেন কি? কেননা দুদলই যে সুন্নি দাবিদার!
উত্তরঃ আপনি সহজেই মতপার্থক্য বুঝতে চেয়েছেন, তাই সহজেই বুঝার জন্য দুইজন ব্যক্তির দৃষ্টিভঙ্গির উদাহরণ দিচ্ছি। একটু দুইজনের মধ্য দৃষ্টিভঙ্গির পার্থক্যটা বুঝার চেষ্টা করবেন। তাহলেই আপনি সহজেই বুঝতে পারবেন।
দুজন লোকই নবী মুহাম্মদ ﷺ কে ভালবাসে।
এক ব্যক্তি আল্লাহর রাসূল ﷺ কে ভালোবেসে তার একটি মূর্তি বানিয়েছে। অপর ব্যক্তি ইসলামে যেকোন উদ্দেশ্যে মূর্তি তৈরি হারাম বলেই রাসূল ﷺ এর সেই মূর্তির তীব্র বিরোধিতা করতেছে।
অতঃপর, এখানে যিনি মূর্তি বানিয়েছে উনি নিজেকে দাবি করে সুন্নি বা নবী প্রেমিক। আর যিনি মূর্তির বিরোধিতা করেছে তাকে সুন্নি দাবিদার লোকটি বলে রাসূলের বিরোধিতাকারী ওহাবী।
এই হলো ওহাবী সুন্নি ভাগের দৃষ্টিভঙ্গির পার্থক্য।
বস্তুত উভয় দল নিজেদের সুন্নি দাবি করে।
কে সত্যিকারের সুন্নি সে বিচারটা আপনার বিবেকের কাছেই ছেড়ে দিলাম।
বিঃদ্রঃ এখানে মূর্তি দিয়ে নবীজি ﷺ এর প্রতি ভালোবাসায় বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনকে বুঝিয়েছি।
আশাকরি বুঝতে পেরেছেন।
পরিশেষে আমার সকল ভাল কাজই আল্লাহর জন্য।
Comments
Post a Comment