কবর পূজারীদের কুরআন বিরোধী কথা ও চিন্তাধারা!
কোরান কি বলে মাজার পূজারীরা কি বুঝে:
——————--————————————
.
কোরান: মুহাম্মদ (সা:) তোমাদের মত মানুষ। (১৭:৯৪, ৪৬:১১০, ৩২:৬)
মাজার পূজারীরা: মুহাম্মদ (সা:) মানুষ নয় মানুষ রূপে এসেছে।
.
কোরান: আল্লাহ ছাড়া কেহ গায়েব জানেনা। (২৭:৬৫, ৬:৫৯)
মাজার পূজারী: শুধু নবীজি (সা:) নয়, তাদের পীর দরবেশরাও গায়েব জানে।
.
কোরান: মুহাম্মদ (সা:) ছিলেন নিরক্ষর নবী যিনি লিখতে ও পড়তে জানতেন না। (৭:১৫৭-১৫৮)
মাজার পূজারী: নবীজি (সা:) মূর্খ ছিলনা। (নিরক্ষর বল্লে তো অনেক মুসলিম তা পজিটিভলি নিতে পারে তাই তারা মূর্খ বলে বিষয়টি তুলে ধরে। যাতে সাধারণ পাবলিক নেগেটিভলি নেয়। অথচ মূর্খ আর নিরক্ষর শব্দ দুটি আলাদা অর্থ বহন করে)
.
কোরান: আমার ইবাদত কর আমার কাছে চাও। (১:৫)
মাজার পূজারী: না আল্লাহর কাছে চাইতে মাধ্যম লাগবে।
.
কোরান: সকল প্রাণীকে মৃত্যুর স্বাধ গ্রহণ করতে হবে। (৩:১৮৫,২৯:৫৭, ২১:৩৭)
মাজার পূজারী: শুধু নবীজি (সা) নয়, তাদের পীর দরবেশও মরে না।
.
কোরান: আদম (আ) প্রথম মানব ও নবী। (২:৩০)
মাজার পূজারী: নবীজি (সা:)কে সবার আগে সৃষ্টি করেছে তবে পাঠিয়েছেল সবার পরে।
.
কোরান: আল্লাহ সূরা আহযাবের ৫৬ নং আয়াতে ' ইউছল্লুনা' দ্বারা বুঝিয়েছেন রহমত, ইসতাগফার ও দরুদ।
মাজার পূজারী: 'ইউছল্লুনা' মানে মিলাদ।
.
কোরান: আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকে সিসদাহ করোনা। (৪১:৩৭)
মাজার পূজারী: তাজিমের নিয়তে পীরদের সিসদাহ করা জায়েজ।
.
কোরান: আল্লাহকে কোন চক্ষু দেখতে পারেনা। (৬:১০৩)
মাজার পূজারী: মিরাজে নবীজি (সা:) আল্লাহকে দেখেছে।
.
আসুন সচেতন হই। কোরান বুঝি। কোরান যেভাবে বলে সেভাবে বিশ্বাস করি। কোন শব্দ বা বাক্য বুঝতে না পারলে সালফে সালেহিনদের নিকট ফিরে যায়।
-------------------—
আবুবকর সিদ্দিক।
৬/১২/১৯
Comments
Post a Comment