মাইকের ব্যবহার নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসনেঃ প্রশ্নোত্তর পর্ব।
ibadote maik, ibadote maiker proyojoniyota, prshnottor porbo ইবাদতে মাইক, ইবাদতে মাইকের প্রয়োজনীয়তা, প্রশ্নোত্তর পর্ব |
ibadote maik, ibadote maiker proyojoniyota, prshnottor porbo, |
ইবাদতে মাইক, ইবাদতে মাইকের প্রয়োজনীয়তা, প্রশ্নোত্তর পর্ব, |
প্রশ্নোত্তর পর্ব!
১/ প্রশ্নঃ মসজিদের বাহিরে গিয়ে উচুঁ স্থানে আযান দেওয়া কি সুন্নাহ? যদি তাই হয় তবে যারা মসজিদের ভিতরে দাড়িয়ে মাইকের মাধ্যমে আযান দেয় তাদের বিষয়ে কি বলবেন?
উত্তরঃ মানুষদের সালাতের জন্য আহবান করাকেই বলা হয় আযান। অতএব যাদের ডাকার জন্য আযান দিবেন তাদের কাছে আযানের ধ্বনি পৌছানোর যথাসাধ্য চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। এই কাজটিই আপনার জন্য জরুরী এবং এটাই সুন্নাহ।
যদি মাইক না থাকে, বাহিরে উচুঁ স্থানে দাঁড়ানোটা সুন্নাহ। যদি উচুঁ স্থানের ব্যবস্থা না থাকে তাহলে একটি পাথরের উপর হলেও দাঁড়ানোর চেষ্টা করাটা সুন্নাহ। যদি সে ব্যবস্থাও না থাকে শুধু বাহিরে সমতল ভূমিতে দাড়িয়ে হলেও আযান দেওয়াটা সুন্নাহ। সর্বোপরি মানুষের কাছে আযানের ধ্বনি পৌছানোর যথাসাধ্য চেষ্টা করাটাই আপনার জন্য সুন্নাহ। সেটা মাইকের মাধ্যমে হোক কিংবা বাহিরে উচুঁ স্থানে দাড়িয়ে হোক।
আশা করি উত্তর পেয়েছেন।
২/ প্রশ্নঃ অনেক আলেম বলেছে, মসজিদের আযান দেওয়া মাকরুহ। কিন্তু যারা মাইকে আযান দেয় তারাতো মসজিদের ভিতরেই আযান দেয়, তাহলে কি তারা ঠিক করতেছে?
উত্তরঃ আলেমদের এই ফতোয়া তখন সেসব মানুষদের জন্য ছিল, যখন মাইক ছিলোনা এবং যারা অলসতার কারণে মসজিদের ভিতরেই আযান দিত। বর্তমানে মাইকের মাধ্যমে মুয়াজ্জিনের আযানের ধ্বনি দূরদূরান্তে চলে যাচ্ছে। অতএব, এখন আর মসজিদের বাহিরে যাওয়ার প্রয়োজন নাই। অপ্রয়োজনীয় কোন কাজ কি সুন্নাহ হতে পারে যদি সেটা ইবাদতের অন্তুর্ভুক্ত না হয়?
কিছুকাল আগেও আলেমগণ ফতোয়া দিত, রাজনীতি হারাম, রাজনীতি হারাম! অথচ আজকের দিনে এমন আলেম পাওয়া দুষ্কর, যারা বলত রাজনীতি হারাম।
দেড়শো বছর আগেও আলেমগণ ফতোয়া দিত, ইংরেজি শিক্ষা হারাম, ইংরেজি শিক্ষা হারাম। এখন কি সে আলেম আর খুজেঁ পাবেন?
তখনকার ঐসময় আলেমগণ রাজনীতি কিংবা ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝেনি কিংবা বুঝার চেষ্টাও করিনি। তাই তারা এমন ফতোয়া দিয়েছিল। আজকের দিনেও এমন আলেম থাকা অস্বাভাবিক নয়, যারা মাইক ব্যবহারের গুরুত্ব বুঝতে অক্ষম অথবা যারা গোঁড়ামি ভাব পোষণ করে। ইন্সাল্লাহ একদিন তারাও মাইকের গুরুত্ব অনুধাবণ করবে।
অতএব, আলেমদের ফতোয়া সমসাময়িক। সবসময় তা কার্যকর থাকেনা। যদিনা এইসব বিষয়ে স্পষ্ট দলিল থাকে।
আশা করি উত্তর পেয়েছেন।
৩/ প্রশ্নঃ আমরা ইবাদতে মাইক ব্যবহার করি। একদল লোক বলে থাকে আমাদের ইবাদত যান্ত্রিক ইবাদত। এর জবাবে কি বলব তা ভেবে পাইনা। আসলে তাদের এই কথা কতোটুকু গ্রহণযোগ্য তা দয়া করে জানাবেন?
উত্তরঃ শয়তানের কাজ মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করা। আর সন্দেহ থেকেই প্রশ্নের উদ্ভব। আপনি যদি তাদের এই প্রশ্নের গ্রহণযোগ্য জবাব দিয়েও দেন। তারপরও তারা আপনাকে আরও প্রশ্ন করবে। এভাবেই আপনাকে সংশয় ও সন্দেহের মাঝে রেখে দীন ইসলাম থেকে দূরে সরিয়ে দিবে।
আপনার জন্য সবচেয়ে ভাল এই জাতীয় দরগাহ, দরবার ও খানকাহ ভিত্তিক বিচ্ছিন্ন লোকদের এড়িয়ে চলা।
এই হলো আপনার প্রতি আমার প্রাথমিক পরামর্শ।
এইবার আপনার প্রশ্নের উত্তরঃ আমরা যে যুগে বসবাস করতেছি তা যান্ত্রিক যুগ। চারদিকে মানুষ ও যান্ত্রিক কোলাহলের কারণে পাখির ডাকও ভালো করে শোনা যায়না। মসজিদের মধ্যে ইমাম সাহেব তাকবীর বল্লে আগে পাঁচ হাজার লোক হলেও তা শোনা যেত। বর্তমান অবস্থা এমন যে, পাঁচ শত মানুষও ইমামের আওয়াজ ভালোভাবে শোনতে পাইনা।
এই কারণেই মাইকের ব্যবহার জরুরী হয়ে পড়েছে। ইমাম যে উদ্দেশ্য নিয়ে উচ্চ স্বরে তাকবীর বলে, ক্বিরাত পড়ে। সে উদ্দেশ্যেই মাইকের ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ মাইক কেবলমাত্র ইমামের আওয়াজ পিছনের মানুষের কানে পৌঁছে দেওয়ার কাজটাই করে। এই কাজটাকে কেউ যদি খারাপ মনে করে এবং নিজেদের এই কাল্পনিক চিন্তাকে শক্তিশালী করার জন্য কোরান ও হাদিসের অপব্যবহার করে। তাহলে এমন লোকদের সম্পর্কে আমাদের কি বলার আছে। আর একটু সহজ ভাবে বল্লে, যে ব্যক্তি হেটে, ঘোড়া, উট বা গাধার উপর চড়ে হজ্বে যাওয়াকে সুন্নাহ মনে করে, তাকে কিভাবে বুঝাবেন উড়োজাহাজে করে হজ্বে যাওয়া বিদআত নয়?
আশা করি বুঝতে পেরেছেন।
৪/ প্রশ্নঃ বর্তমানে মাইক ব্যবহারের অনেক ক্ষতিকর দিক দেখতে পারছি। যা আপনিও জানেন, তাহলে কি ইবাদতে মাইক ব্যবহারকে হারাম বলা যায়না?
উত্তরঃ মাইকের যেমন ভাল দিক আছে, ঠিক তেমনি খারাপ দিকও আছে। এইভাবে প্রত্যেক জিনিসের দুটি দিক থাকে। এইজন্য আমরা প্রত্যেক জিনিসকে হারাম বলতে পারিনা। আমাদের উচিত হবে মাইকের সুব্যবহার নিশ্চিত করা, এই বিষয়ে মানুষদের সচেতন করা। কিন্তু মাইককে হারাম ফতোয়া দেয়া নয়।
মনে রাখবেন, হালাল ও হারামের মালিক একমাত্র আল্লাহ। অতএব যেসব বিষয়ে স্পষ্ট কোন দলিল পাবেন না সেসব বিষয় মুবাহের অন্তর্ভুক্ত। আর মুবাহ প্রয়োজন ও অপ্রয়োজনীয়তার উপর ভিত্তি করে জায়েজ নাজায়েজ নির্ধারিত হয়।
৫/ প্রশ্নঃ কিছু মানুষ বলে, মুকাব্বিরের পরিবর্তে যদি মাইক ব্যবহার করে সালাত আদায় করা যায়, তাহলে ইমামের পরিবর্তে রোবট ব্যবহার করলে ক্ষতি কি? তাদের এই প্রশ্নের জবাব চাই?
উত্তরঃ চিন্তা শক্তি যেমন প্রশ্নও তেমন হওয়াটাই স্বাভাবিক।
ইসলাম সম্পর্কে মুসলিমদের জ্ঞানের এই অপরিক্ষতার কারণেই মুসলিমদের মাঝে এতো দল ও মতভেদ। প্রতিদিন যেন মুসলিম বৃদ্ধির চেয়ে দল ও মতভেদ বৃদ্ধি পাচ্ছে বেশি। সুন্নতের (নফল বা মুস্তাহাব পর্যায়ের সুন্নাহের) জন্য মসজিদ পর্যন্ত আলাদা করছে। এই হলো বর্তমান সময়ের মুসলিমদের অবস্থা।
আসুন, এবার প্রশ্নের উত্তরে যায়। আপনি হয়তো জানেন না, সালাতের জন্য মুকাব্বির শর্ত নয়। বরং জামাতে সালাত আদায়ের জন্য উন্নতম একটি শর্ত ইমাম। ইমাম বিহীন জামাত কল্পনাও করা যায়না। অন্যদিকে প্রয়োজনের উপর ভিত্তি করে মুকাব্বির দেওয়া হয়। কিন্তু প্রয়োজন না হলে মুকাব্বির দেওয়া হয়না। মাইকের কথা না হয় বাদ দিলাম, যদি মাইক ছাড়াও মুকাব্বির বিহীন জামাত হয়, তবুও সালাত হয়ে যাবে। তাতে জামাতের কোন ক্ষতি হবেনা। অতঃপর মাইক ব্যবহারের কারণে যদি মুকাব্বির দেওয়া না হয় তাতে সালাতের ক্ষতি হবেনা। কিন্তু ইমামের পরিবর্তে যদি রোবট ব্যবহার করা হয়, তবে সালাতই হবেনা।
যারা সুন্নাহর কথা বলে মাইকের বিরোধিতা করছে তাদের দেখি, সুন্নাহর দোহাই দিয়ে ওয়াজিব সুন্নাহ তরক করতে।
প্রায় সময় শোনি, তারা নাকি হজ্বে গিয়ে জামাতে সালাত আদায় করেনা। অথচ জামাতে সালাত আদায় করা গুরুত্বপূর্ণ সুন্নাহ (ওয়াজিবের কাছাকাছি), আর মুকাব্বির দেওয়া সুন্নাহ (মুস্তাহাব পর্যায়ের)। এই হলো তাদের ইসলাম সম্পর্কে জ্ঞানের দৈন্যতা। অতঃপর একটি গল্প দিয়েই উত্তর শেষ করছি,
এক ব্যক্তি মসজিদে গিয়ে দেখল জামাত শুরু হয়ে গেছে। সে জামাতে যোগদানের সময় মাথায় হাত দিয়ে দেখল, মাথায় টুপি নেই। এরপর সে মসজিদের কোথাও টুপি না পেয়ে বাড়িতে টুপির জন্য চলে যায়। আবার এসে দেখে জামাত শেষ।
লক্ষ্য করুন, এখানে লোকটি সুন্নাহর (মুস্তাহাব বা নফল) প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে ওয়াজিব সুন্নাহ ছেড়ে দিয়েছে। এই হলো আজকের দিনের অনেক মানুষের জ্ঞানের অবস্থা।
আল্লাহ সকলকে বুঝার তাওফিক দিক। আমিন।
লেখকঃ আবুবকর সিদ্দিক।
মার্চ ২০২২
#tag: ibadote maik, ibadote maiker proyojoniyota, prshnottor porbo, loudspeaker in prayer, loudspeaker in azan, loudspeaker use in mosque..
ইবাদতে মাইক, ইবাদতে মাইকের প্রয়োজনীয়তা, প্রশ্নোত্তর পর্ব, ইবাদতে মাইকের ব্যবহার, ইবাদতে মাইকের ব্যবহার নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে।
Comments
Post a Comment