আখিরাতের প্রথম মনযিল কবরের আযাব থেকে বাঁচার উপায়

কবরের আযাব থেকে বাঁচার সহজ একটি আমল।
হযরত উসমান (রাঃ) যখন কবরের পাশ দিয়ে যাইতেন
তখন কান্নায় উনার দাড়ি মুবারক ও বুক ভাসিয়া যাইত ।
লোকে জিজ্ঞাসা করত, আপনি জান্নাত ও
জাহান্নামের বর্ণনাও এত বেশী কান্নাকাটি করেন
না, এর কারণ কি ? তিনি বলেন, আমি হুজুর সা. এর নিকট
শুনেছি কবর আখেরাতের প্রথম মনজিল । যে ব্যক্তি
এখানে নাজাত পাইল, তাহার জন্য সমস্ত মনজিল আছান
বা সহজ । আরো শুনিয়াছি কবর হইতে ভয়ংকর দৃশ্য আমি
আর কোথাও দেখি নাই ।
কবরের আযাব থেকে নাজাতের একটি আমল শিখে নিই।
হাদীস শরীফে এসেছে, রাসূল সা. বলেন,
ﺳﻮﺭﺓ ﺗﺒﺎﺭﻙ ﻫﻲ ﺍﻟﻤﺎﻧﻌﺔ ﻣﻦ ﻋﺬﺍﺏ ﺍﻟﻘﺒﺮ. ﺭﻭﺍﻩ ﺍﻟﺤﺎﻛﻢ ،
অর্থ:- সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষাকারী।
অন্যত্র রাসূল স. বলেন,
ﺃَﻥَّ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗَﺎﻝَ ﻣِﻦَ ﺍﻟﻘُﺮْﺁﻥِ ﺳُﻮﺭَﺓٌ ﺛَﻼﺛُﻮﻥَ ﺁﻳَﺔً
ﺷَﻔَﻌَﺖْ ﻟِﺮَﺟُﻞٍ ﺣَﺘَّﻰ ﻏُﻔِﺮَ ﻟَﻪُ ﻭَﻫِﻲَ ﺗَﺒَﺎﺭَﻙَ ﺍﻟَّﺬِﻱ ﺑِﻴَﺪِﻩِ ﺍﻟﻤُﻠْﻚ ُ- ﺭﻭﺍﻩ ﺃَﺑُﻮ
ﺩﺍﻭﺩ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
‘কুরআনের তিরিশ আয়াত বিশিষ্ট একটি সূরা এমন আছে
, যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং
শেষাবধি তাকে ক্ষমা করে দেয়া হবে, সেটা হচ্ছে
‘তাবা-রাকাল্লাযী বিয়াদিহিল মূলক’ (সূরা মূলক)। (আবূ
দাউদ ১৪০০)
প্রতিদিন সুরাহ মুলক তেলাওয়াত করা গুরুত্বপূর্ণ একটি
সুন্নত। অনেকে মনে করেন, সুরাহ মুলক শুধুমাত্র রাতের
বেলাতেই পড়তে হবে, এটা ঠিক নয়। সুরাহ মুলক কেউ
রাতের বেলা পড়লে সেটা উত্তম, তবে সুবিধামতো
সময়ে দিনে বা রাতে, যেকোনো সময়েই তা পড়া
যাবে।
আল্লাহ আমাদেরকে সূরা মুলক মুখস্থ করার ও বেশী
বেশী তেলাওয়াত করার তাওফীক দান করুন।
আমিন ইয়া রাব্বাল আলামীন।

Comments

Popular posts from this blog

Application for permission to visit National Museum.

মিলাদুন্নবী ও সূরা আহযাবের 56 নং আয়াত:

ইবাদতে মাইকের ব্যবহার নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসন (প্রথম পর্ব)

রাসূল (সা) প্রতি সোমবারে রোজা রাখতেন কেন?

সৈয়দ আব্দুল কাদের জিলানী (রা) এর সংক্ষিপ্ত জীবনীঃ