প্রশ্নঃ এলাকার কিছু লোকজন আপনার সাথে আমাকে মিশতে নিষেধ করেছে, আপনি নাকি নবী বিরোধী। আসলে আপনার সম্পর্কে তারা এমন কথা বলে কেন? যদিও আপনাকে দেখে এমনটা মনে হয়না।
'উত্তরঃ যারা নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে ইত্যাদি সব রাসূল (সা) এর সুন্নত মেনে চলার চেষ্টা করে তারা কখনো নবী বিদ্ধেষী হয়না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, যে নিজেকে মুসলিম দাবি করে সাথে রাসূলের প্রতি ঘৃণা পোশন করে। হৌক সে শিয়া, সুন্নি, কাদিয়ানী ইত্যাদি নামে চিহ্নিত দলের।
তারপরও আমাকে কেন নবী বিরোধী বলা হয়?
উত্তরটা খুব সহজ ও সংক্ষিপ্ত পরিসরে দিচ্ছি।
আপনি হয়তো জানেন ইসলামে মূর্তি তৈরি করা সম্পূর্ণরূপে হারাম!
ধরুণ, একদল রাসূলের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে আবেগের বশবর্তী হয়ে রাসূলের মূর্তি তৈরি করল। আরেকদল কুরআন হাদিসের নির্দেশ মেনে রাসূলের সেই মূর্তি ভাঙ্গার চেষ্টা করল।
ফলাফল : প্রথম দল নিজেদের নবী প্রেমের দাবিদার হয়ে গেল আর দ্বিতীয় দল তাদের (প্রথম দলের) কাছে নবী বিরোধী হয়ে গেল।
আজ আমার অবস্থাও তাই।
তারা (কথিত সুন্নিরা) রাসূলের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে আবেগের বশবর্তী হয়ে রাসূলের নামে মিথ্যা বলে তার প্রশংসার ব্যপারে সীমালংঘন করতেছে। আর আমি তাদের মিথ্যাচারের বিরোধিতা করতেছি।
এই কারণে হয়তো আমি তাদের নিকট নবী বিরোধী।
অথচ রাসূলের নামে মিথ্যা প্রশংসা করতে তিনি নিষেধ করেছেন।
"তোমরা আমার প্রশংসার ব্যপারে সীমালংঘন করিওনা, যেমনটি ঈসা ইবনে মরিয়মের প্রতি করেছিল খ্রিস্টানেরা। আমার পরিচয় আমি বান্দা, শুধু তাই বল, আমি আল্লাহর বান্দা ও রাসূল "(বুখারি)।
আশা করি বুঝাতে পেরেছি।
NB : প্রশ্নটা হলো আমাকে নানা সময়ে করা আন্তরিক সম্পর্কযুক্ত এলাকার কিছু ভাইদের।
24/11/16
Comments
Post a Comment