প্রশ্নঃ আপনি মিলাদুন্নবী মানেননা কেন? মিলাদুন্নবী না মানলে সীরাতুন্নবীর কি দাম?
উত্তরঃ প্রশ্ন দুটি খুবই হাস্যকর! শুধু আমি কেন, পৃথিবীতে একজন কাফেরও খুজেঁ পাবেনা, যে মিলাদুন্নবী মানেনা। নবীজির সকল চাচা মিলাদুন্নবীতে বিশ্বাস করতেন।
তারপরও তাদের অনেকেই কাফের অবস্থায় মৃত্যু বরণ করেন। কারণ তারা সীরাতুন্নবী মানতেন না।
রাসূলুল্লাহ (সা)এর যখন জন্ম হয়েছিল তখন কেউ তাকে ঘৃণা করেনি, গালি দেয়নি, হত্যার চেষ্টাও করেনি।
কারণ, মিলাদুন্নবীর ব্যপারে কারও কোনো দ্বিমত ছিলনা। কিন্তু জন্মের চল্লিশ বছর পর তিনি যখন সীরাতুন্নবী প্রচার শুরু করল তখন থেকে কেউ কেউ তাকে ঘৃণা করতেছে, গালি দিচ্ছে, হত্যার চেষ্টা করতেছে। কারণ তারা দ্বিমত ছিল সীরাতুন্নবীর ব্যপারে।
সীরাতুন্নবী যে মানেন সে মিলাদুন্নবীও মানেন।
যে আম খাই সে আম গাছ আছে বিশ্বাস করেনা, এটা কেমন কথা?
মনে রাখবেন, আম গাছ থেকে যে ফল পাওয়া যায় তাকে আম বলে, আম গাছ বলেনা। অর্থাৎ মিলাদুন্নবী থেকে আমরা যা পেয়েছি তাকে সীরাতুন্নবী বলে। মিলাদুন্নবী বলেনা। ইসলামের নামে যা কিছুই হবে সবই সীরাতুন্নবী, মিলাদুন্নবী নয়।
NB : প্রশ্নটা ছিল আমার প্রতি এলাকা বাসীদের অভিযোগ। আর উত্তরটা হচ্ছে, আমার প্রতি তাদের ঐ হাস্যকর অভিযোগের জবাব।
24/11/16
Comments
Post a Comment